স্পোর্টস ডেস্ক:
টি-টুয়েন্টি ক্রিকেটে অন্যরকম এক রেকর্ড গড়েছে দিল্লি ক্রিকেট দল। ভারতের সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে শুক্রবার মনিপুরীর বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে দলের ১১ জনকে দিয়ে বোলিং করিয়ে রেকর্ড গড়েছে দলটি। টি-টুয়েন্টিতে এটাই প্রথম ঘটনা, যেখানে দলের সবাইকে দিয়ে বল করিয়েছেন অধিনায়ক আয়ুষ বাদোনি।
আগে ব্যাটিং করে ৮ উইকেটে নির্ধারিত ২০ ওভারে ১২০ রান করে মনিপুর। উইকেটরক্ষক ব্যাটার আয়ুষ বাদোনিও ম্যাচে দুই ওভার বল করেছেন, নিয়েছেন একটি উইকেট। যারা দুই ওভার বল করেছেন তাদের মধ্যে আয়ুষ সিং সবচেয়ে কম রান দিয়ে উইকেট নিয়েছেন।
ম্যাচে তিন বোলার তিন ওভার করে বল করেছেন। বাকিদের মধ্যে তিনজন দুই ওভার করে বল করেছেন এবং বাকি পাঁচ বোলারকে এক ওভার করে বল করানো হয়। ক্রিকেটের অন্য সংস্করণগুলোতে ১১ জনকে দিয়ে বল করানো হলেও স্বীকৃত টি-টুয়েন্টিতে এটাই প্রথম ঘটনা। অবশ্য ৯ বল হাতে রেখে ম্যাচ জেতে দিল্লি।
এর আগে শিয়ালকোট স্টালিয়নের অধিনায়ক শোয়েব মালিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ৯ বোলার ব্যবহার করেছিলেন। ২০০৯ সালে লাহোরে টি-টুয়েন্টি কাপ ম্যাচের ঘটনা সেটি। তবে টেস্ট ম্যাচে ইনিংসে এমন ঘটনা দেখা গেছে বেশ কয়েকবার।
সর্বপ্রথম ১৮৮৪ সালে এমন ঘটনা লেখা হয় ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে। অজিদের বিপক্ষে ইংলিশরা ১১ জনকেই বোলার হিসেবে ব্যবহার করেছিলেন। প্রায় ১০০ বছর পর ১৯৮০ সালে অস্ট্রেলিয়া ১১ জন বোলার ব্যবহার করে পাকিস্তানের বিপক্ষে।
Leave a Reply