এনামুল হক সরকার ,রাজারহাট প্রতিনিধি:
রাজারহাটে নিখোঁজের আটদিন পরে ভারসাম্যহীন অবস্থায় শাহিনুরের সন্ধান মিলছে টাঙ্গাইলের এ্যালেঙ্গায়।শাহিনুর ইসলাম (৩২) দিনাজপুর সদরের রামনগর গ্রামের জসিম উদ্দিনের পুত্র ও রাজারহাট স্বপ্ন শপ এঁর আউটলেট ম্যানেজার।
নিখোঁজের আট দিন পরে রাজারহাটে রহস্য জনকভাবে নিখোঁজ স্বপ্ন শপ ম্যানেজার শাহিনুর ইসলামকে বুধবার ভারসাম্যহীন অবস্থায় এ্যালেঙ্গা থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার বিষয়টি নিশ্চিত করেন তার জানিয়েছেন স্ত্রী নুসরাত।তবে অপহরণ না গাঁ ঢাকা এরহস্য এখনো উদঘাটন হয়নি।
ফলে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।জিডি সুত্রে জানা গেছে,১৮ নভেম্বর দুপুর ১২ঘটিকা থেকে রাজারহাট বাজারের এসিআই লজিস্টিকস লিমিটেড এর স্বপ্ন শপ আউটলেট ম্যানেজার শাহিনুর ইসলাম(৩৫)রহস্য জনকভাবে নিখোঁজ হন। এরপর থেকে তার মুঠো ফোন বন্ধ থাকে। পরে ২০নভেম্বর তার স্ত্রী বুশরা আক্তার রাজারহাট থানায় একটি জিডি করেন।মোবাইল ফোনের কল রেকর্ড যাচাই করে শাহিনুর উধাও হওয়ার পূর্ব মহুর্তে রাজারহাট উপজেলা সদরের কিসামত পুন:কর গ্রামের আবু সাঈদের পুত্র মতিয়ার রহমান(৩০)এর সাথে মুঠো ফোনে একাধিকবার কথা বলার প্রমাণ পায় পুলিশ।
এর প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।বর্তমানে মতিয়ার জেল হাজতে রয়েছে।রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি)মো:রেজাউল করিম রেজা বলেন বৃহস্পতিবার দুপুরের আগে স্বপ্নশপের রিজিওয়ানাল ম্যানেজার মাহবুব মোবাইল ফোনে শাহিনুরের সন্ধান মিলছে,সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।সুস্থ হলে শাহিনুরকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করে অপহরন রহস্য উদঘাটন করা হবে বলে জানান ওসি।
Leave a Reply