স্পোর্টস ডেস্ক:
আবুধাবি টি-টেন লিগে বাংলাদেশের মালিকানাধীন বাংলা টাইগার্স এবারের আসরে টানা দুই হারে শুরু করে টুর্নামেন্ট। এরপর মাঝে টানা দুই ম্যাচ জিতে টুর্নামেন্টে ফিরলেও আবার টানা দুই ম্যাচ হারের দেখা পেয়েছে সাকিবের নেতৃত্বধীন বাংলা টাইগার্স। আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে ডেকান গ্ল্যাডিয়েটর্সের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলা টাইগার্স ।
তাতে টানা দ্বিতীয় এবং সবমিলিয়ে চার হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলা টাইগার্সের। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বরে তারা। নিজেদের শেষ ম্যাচটি আগামী ৩০ নভেম্বর খেলবে ইউপি নবাবের বিপক্ষে।
আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলা টাইগার্সকে আগে ব্যাটে পাঠায় ডেকান। নির্ধারিত ১০ ওভার শেষে ৬ উইকেটে ৭২ রানে থামে বাংলাদেশি মালিকানাধীন দলটি। জবাবে ২৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ডেকান।
এদিন বাংলা টাইগার্স ব্যাটার কেউ আলো ছড়াতে পারেননি। সর্বোচ্চ ১৯ করেছেন ইফতেখার আহমেদ। ১৫ বলের ইনিংসে ছিল একটি করে চার ও ছক্কার মার। টি-টেন লিগে যেখানে ব্যাটারদের দেখা যায় ধুমধাড়াক্কা ব্যাটিং করতে। তবে ডেকান গ্ল্যাডিয়টর্সের বিপক্ষে আজ সাকিব ছিলেন পুরো ‘টেস্ট’ মেজাজে।
২২ বলে ১৫ রানের টেস্ট মেজাজে খেলে অপরাজিত থাকেন সাকিব। রশিদ খান করেন ৮ বলে ১২ রান। ডেকানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রিচার্ড গ্লেসন।
জবাবে ১ উইকেট হারালেও নিকোলাস পুরান ও জশ বাটলারের অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে ৫.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় ডেকান। পুরান ১৩ বলে ৩৬ ও বাটলার ১৩ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। বাংলা টাইগার্সের হয়ে ইমরান খান এক উইকেট নেন।
Leave a Reply