আমীর ফয়সাল,ভূরুঙ্গামারী প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিতরন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ২০২৪-২৫ অর্থবছরে রবি মোসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বোরো হাইব্রিড ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তিক ও ক্ষুণ্ন কৃষকদের মাঝে এই বীজ বিতরন করা হয়।
উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বারের সভাপতিত্বে এই বীজ বিতরনের শুভ উদ্ধোধন করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিদুল ইসলাম।এসময় উপস্হিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: আশিকুজ্জামান, সাংবাদিক রবিউল আলম লিটন ও বিভিন্ন ইউনিয়নে দায়িত্বেপ্রাপ্ত উপ সহকারি কৃষি কর্মকর্তাগণ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, উপজেলার ১০টি ইউনিয়নে ৪ হাজার ৫ শত কৃষকদের মাঝে পর্যায়ক্রমে এই বীজ বিতরন করা হবে।
Leave a Reply