ফরিদুল ইসলাম,বিশেষ প্রতিনিধি:
দেশের উন্নয়নকে আরও গতিশীল করতে দক্ষ ও প্রশিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রভাতী প্রকল্পের অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে বিভিন্ন ট্রেডে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ প্রদান করছে।
প্রশিক্ষণের জন্য উন্মুক্ত ট্রেডসমূহ:
১.ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স
২. সুইং মেশিন অপারেশন
৩. সিভিল কন্সট্রাকশন (ম্যাসনারি)
(উপরোক্ত ট্রেডগুলোর জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস)
৪. গ্রাফিক্স ডিজাইন
(শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস)
৫. টাইলস এন্ড মার্বেল ফিটিং
৬. কনজুমার ইলেকট্রনিকস
৭. কম্পিউটার অপারেশন
৮. মোবাইল ফোন সার্ভিসিং
৯. রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং
১০. রড বাইন্ডিং
১১. মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স
১২. টেইলরিং এন্ড ড্রেস মেকিং
১৩. ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন
(উপরোক্ত ট্রেডগুলোর জন্য শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস)
প্রশিক্ষণের বিশেষ সুযোগসমূহ:
– থাকা-খাওয়া এবং প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে।
– প্রশিক্ষণ শেষে যাতায়াত ভাতা প্রদান করা হবে।
– ৪৫ দিনের আবাসিক প্রশিক্ষণ কোর্স।
– প্রশিক্ষণ শেষে কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ।
যোগ্যতা ও শর্তাবলী:
– আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
– এলসিএস সদস্যদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর।
– প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশ বা বিনা বেতনে কাজ করতে আগ্রহী হতে হবে।
– প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতার ভিত্তিতে পেশায় নিয়োজিত হতে হবে।
কুড়িগ্রাম টিটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রশিক্ষণ কর্মসূচি শুধু প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থান সৃষ্টিতে নয়, বরং দেশের সার্বিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply