1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
বিএনপি নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ চাইছে: নাহিদ ইসলাম বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন করা হলো যুক্তরাষ্ট্রে রৌমারী থেকে ঢাকায় পাচারকালে শেরপুর থেকে প্রায় ৯ হাজার মাধ্যমিকের বই জব্দ করেছে পুলিশ কুড়িগ্রামে ত্রৈমাসিক জেন্ডার সমতা ও জলবায়ু জোট(GECA) সভা অনুষ্ঠিত ট্রাম্প কি জন্মসূত্রে নাগরিকত্ব আইন বন্ধ করতে পারবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক, বাংলাদেশ নিয়ে আলোচনা ১৬ বছর পর মুক্তি পেলেন ৩ বিডিআর জওয়ান, জামিন পাবেন আরও ১২৩ জন রাজারহাটে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন কুড়িগ্রামে অঙ্গীভূত আনসার সদস্যদের মাঝে কম্বল বিতরণ উলিপুরে নকল সন্দেহে ৪১৮ বস্তা টিএসপি সার জব্দ

আইপিএলে কেমন হলো কোন দল

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৩৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: 

সৌদি আরবের জেদ্দায় হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। দুই দিনব্যাপী এই নিলামে হয়েছে অনেক রেকর্ড। নিলাম থেকে ১৮২ জন ক্রিকেটারকে কিনেছে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি। সব দল মিলে খরচ করেছে রেকর্ড ৬৩৯ কোটি ১৫ লাখ রুপি। অবিক্রিত থেকে গেছেন ৩৯৫ জন ক্রিকেটার, এই তালিকায় আছেন নিলামে নাম দেওয়া বাংলাদেশের ১২ জন ক্রিকেটারও।

রিটেইন ও নিলাম থেকে ক্রিকেটার কিনে কে কেমন দল গড়েছে, এক নজরে দেখে নেওয়া যাক-

মুম্বাই ইন্ডিয়ান্স

স্কোয়াড: ২৩ জন
স্থানীয়: ১৫ জন
বিদেশি: ৮ জন

জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, তিলক ভার্মা, ট্রেন্ট বোল্ট, নামান ধীর, রবিন মিঞ্জ, কর্ন শর্মা, রায়ান রিকেলটন, দীপক চাহার, আল্লাহ মোহাম্মদ গাজানফার, উইল জ্যাকস, আশওয়ানি কুমার, মিচেল স্যান্টনার, রিস টপলি, কৃষ্ণন শ্রীজিত, রাজ অঙ্গদ বাওয়া, সত্যনারায়ণা রাজি, বেভন জ্যাকস, অর্জুন টেন্ডুলকার, লিজাড উইলিয়ামস ও ভিগ্নেশ পুথুর।

চেন্নাই সুপার কিংস

স্কোয়াড: ২৫ জন
স্থানীয়: ১৮ জন
বিদেশি: ৭ জন

রুতুরাজ গায়কোয়াদ, মাথিশা পাথিরানা, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠি, রাচিন রবিন্দ্র, রবিচন্দ্রন অশ্বিন, খলিল আহমেদ, নুর আহমাদ, বিজয় শংকর, স্যাম কারান, শাইক রশিদ, আনশুল কাম্বোজ, মুকেশ চৌধুরী, দীপক হুদা, গুরজাপ্নিত সিং, নাথান এলিস, জেমি ওভারটন, কমলেশ নাগারকোটি, রামাকৃষ্ণ ঘোষ, শ্রেয়াস গোপাল, ভানশ বেদি ও আন্দ্রে সিদ্ধার্থ।

 রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

স্কোয়াড: ২২ জন
স্থানীয়: ১৪ জন
বিদেশি: ৮ জন

বিরাট কোহলি, রজত পতিদার, ইয়াশ দয়াল, লিয়াম লিভিংস্টোন, ফিল সল্ট, জিতেশ শর্মা, জশ হ্যাজলউড, রাসিখ দার, সুয়াশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, স্বপ্নিল সিং, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, নুয়ান থুসারা, মনোজ ভান্দাগে, জ্যাকব বেথেল, দেবদূত পাডিকাল, স্বস্তিক ছিকারা, লুঙ্গি এনগিডি, অভিনন্দন সিং ও মোহিত রাঠি।

কলকাতা নাইট রাইডার্স

স্কোয়াড: ২১ জন
স্থানীয়: ১৩ জন
বিদেশি: ৮ জন

রিংকু সিং, বরুণ চক্রবর্তী, সুনিল নারাইন, আন্দ্রে রাসেল, হার্শিত রানা, রামানদীপ সিং, ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজ, আনরিখ নরকিয়া, আংগক্রিশ রঘুবংশী, বৈভব অরোরা, মায়াঙ্ক মারকান্দে, রভম্যান পাওয়েল, মনিশ পান্ডে, স্পেন্সার জনসন, লুভনিথ সিসোদিয়া, অজিঙ্কা রাহানে, অনুকূল রায়, মঈন আলী ও উমরান মালিক।

সানরাইজার্স হায়দরাবাদ

স্কোয়াড: ২০ জন
স্থানীয়: ১৩ জন
বিদেশি: ৭ জন

প্যাট কামিন্স, অভিষেক শর্মা, নিতিশ রেড্ডি, হেনরিখ ক্লাসেন, ট্রাভিস হেড, মোহাম্মদ শামি, হার্শাল প্যাটেল, ইশান কিশান, রাহুল চাহার, অ্যাডাম জ্যাম্পা, অথর্ব তাইদে, অভিনব মনোহর, সিমারজিত সিং, জিশান আনসারী, জয়দেব উনাদকাট, ব্রাইডন কার্স, কামিন্দু মেন্ডিস, অনিকেত ভার্মা, ইশান মালিঙ্গা ও শচিন বেবি।

রাজস্থান রয়্যালস

স্কোয়াড: ২০ জন
স্থানীয়: ১৪ জন
বিদেশি: ৬ জন

সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, সন্দীপ শর্মা, জফরা আর্চার, মাহিশ থিকশানা, ভানিন্দু হাসারাঙ্গা, আকাশ মাধবুল, কুমার কার্তিকেয়া, নিতিশ রানা, তুষার দেশপান্ডে, শুভম দুবে, যুধবীর সিং, ফজলহক ফারুকী, বৈভব সূর্যবংশী, ওয়েনা মাপাখা, কুনাল রাথোড় ও অশোক শর্মা।

পাঞ্জাব কিংস

স্কোয়াড: ২৫ জন
স্থানীয়: ১৭ জন
বিদেশি: ৮ জন

শশাংক সিং, প্রভসিমরান সিং, আর্শদীপ সিং, শ্রেয়াস আইয়ার, যুজবেন্দ্র চাহাল, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, নেহাল ওয়াধেরা, হারপ্রিত ব্রার, বিষ্ণু বিনোদ, ভিজয়কুমার ভৈশাক, ইয়াশ ঠাকুর, মার্কো ইয়ানসেন, জশ ইনগ্লিস, লকি ফার্গুসন, আজমতউল্লাহ ওমরজাই, হারনুর পান্নু, কুলদীপ সেন, প্রিয়ানশ আর্য, অ্যারন হার্ডি, মুশির খান, সূর্যনশ শেদগে, জাভিয়ের বার্টলেট, পাইলা অবিনাশ ও প্রভিন দুবে।

দিল্লি ক্যাপিটালস

স্কোয়াড: ২৩ জন
স্থানীয়: ১৬ জন
বিদেশি: ৭ জন

অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস, অভিষেক পোরেল, মিচেল স্টার্ক, লোকেশ রাহুল, হ্যারি ব্রুক, জেক ফ্রেসার-ম্যাকগার্ক, থাঙ্গারাসু নটরাজন, করুন নায়ার, সামির রিজভী, আশুতোষ শর্মা, মোহিত শর্মা, ফাফ ডু প্লেসি, মুকেশ কুমার, দর্শন নলকান্দে, ভিপরাজ নিগম, দুশমন্ত চামিরা, ডোনোভান ফেরেইরা, অজয় মন্ডল, মানভন্ত কুমার, ত্রিপুরানা বিজয় ও মাধব তিওয়ারি।

গুজরাট টাইটান্স

স্কোয়াড: ২৫ জন
স্থানীয়: ১৮ জন
বিদেশি: ৭ জন

রশিদ খান, শুবমান গিল, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান, কাগিসো রাবাদা, জস বাটলার, মোহামদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, নিশান্ত সিন্ধু, মহিপাল লমরর, কুমার কুশাগ্র, অনুজ রাওয়াত, মানভ সুথার, ওয়াশিংটন সুন্দর, জেরাল্ড কোটজিয়া, আরশাদ খান, গুরনুর ব্রার, শারফেন রাদারফোর্ড, সাই কিশোর, ইশান্ত শর্মা, জয়ন্ত যাদব, গ্লেন ফিলিপস, করিম জানাত ও কুলবন্ত খেজরোলিয়া।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস

স্কোয়াড: ২৪ জন
স্থানীয়: ১৮ জন
বিদেশি: ৬ জন

নিকোলাস পুরান, রবি বিষ্ণয়, মায়াঙ্ক যাদব, মহসিন খান, আয়ুশ বাদোনি, ঋষভ পন্ত, ডেভিড মিলার, এইডেন মার্করাম, মিচেল মার্শ, আবেশ খান, আব্দুল সামাদ, আরিয়ান জুয়াল, আকাশ দীপ, হিম্মত সিং, এম সিদ্ধার্থ, দিগভেশ সিং, শাহবাজ আহমেদ, আকাশ সিং, শামার জোসেফ, প্রিন্স যাদব, যুবরাজ চৌধুরী, রাজবর্ধন হাঙ্গারগেকার, আর্শিন কুলকার্নি ও ম্যাথু ব্রিটজকি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!