1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ফুলবাড়ীতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিএনপি নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ চাইছে: নাহিদ ইসলাম বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন করা হলো যুক্তরাষ্ট্রে রৌমারী থেকে ঢাকায় পাচারকালে শেরপুর থেকে প্রায় ৯ হাজার মাধ্যমিকের বই জব্দ করেছে পুলিশ কুড়িগ্রামে ত্রৈমাসিক জেন্ডার সমতা ও জলবায়ু জোট(GECA) সভা অনুষ্ঠিত ট্রাম্প কি জন্মসূত্রে নাগরিকত্ব আইন বন্ধ করতে পারবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক, বাংলাদেশ নিয়ে আলোচনা ১৬ বছর পর মুক্তি পেলেন ৩ বিডিআর জওয়ান, জামিন পাবেন আরও ১২৩ জন রাজারহাটে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন কুড়িগ্রামে অঙ্গীভূত আনসার সদস্যদের মাঝে কম্বল বিতরণ

রেকর্ড জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ নারী ক্রিকেট দল ১৩ বছরে ওয়ানডে খেলেছে ৬৭টি, জয় মিলেছে ১৮ ম্যাচে। তবে আজকের মতো সব পাওয়ার ম্যাচ কখনও খেলেনি তারা। আয়ারল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং করে দাপট দেখান শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হকরা; বাংলাদেশ পায় রেকর্ড সংগ্রহ। পরে বল হাতে শাসন চলে মারুফা আক্তার, সুলতানা খাতুন, নাহিদা আক্তারদের। ব্যাটে-বলে ছড়ি ঘোরানোর ম্যাচে বাংলাদেশ যে ব্যবধানে জিতেছে, সেটাও তাদের জন্য রেকর্ড।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে রানের ব্যবধানে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। আগের বড় জয়টি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। গত বছর ডিসেম্বরে ইস্ট লন্ডনে প্রোটিয়াদের বিপক্ষে ১১৯ রানে জেতে নিগার সুলতানা জ্যোতির দল।

টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ম্যাচসেরা সুপ্তা ও ফারজানার ব্যাটে ৪ উইকেটে ২৫২ রান তোলে। ওয়ানডেতে এটা তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। রান ব্যবধানে আগের সর্বোচ্চ জয় পাওয়ার ম্যাচে ৩ উইকেটে ২৫০ রান করেছিল বাংলাদেশ।

বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়িমিত বিরতিতে উইকেট হারানো আয়ারল্যান্ড সামান্যতম লড়াইও করতে পারেনি। মারুফা, সুলতানা, নাহিদাদের বোলিং তোপে ২৮.৫ ওভারে ৯৮ রানেই অলআউট হয়ে যায় আইরিশরা। বাংলাদেশের বিপক্ষে এটা তাদের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ।

লক্ষ্য তাড়ায় ১০ রানেই প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। এখান থেকে বেজে ওঠা ভাঙনের সুর আর থামেনি। দলটির কোনো ব্যাটারই বাংলাদেশের বোলারদের ভালোভাবে সামলাতে পারেননি। দলটির মাত্র তিনজর ব্যাটার দুই অঙ্কের রান করেন। সর্বোচ্চ ২৫ রান করেন সারাহ ফোর্বস। ওরলা প্রেনডারগাস্ট ১৯ ও লরা ডেলানি ২২ রান করেন।

মারুফা ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নেন। ৮.৫ ওভারে ২৩ রানে ৩ উইকেট নেন সুলতানা। ডানহাতি এই অফ স্পিনারের এটাই ক্যারিয়ার সেরা বোলিং। নাহিদার শিকারও ৩ উইকেট, ৯ ওভারে বাঁহাতি এই স্পিনারের খরচা ২৩ রান। কিপ্টে বোলিং করলেও উইকেট পাননি ফাহিমা খাতুন ও রাবেয়া খান।

এর আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশের শুরুটা মন্দ হয়নি। রান তোলার গতি কম থাকলেও উইকেট হারায়নি তারা। উদ্বোধনী জুটিতে ৫৯ রান যোগ করেন ফারজানা হক ও মুর্শিদা খাতুন। দুই ব্যাটারই ধীর গতিতে রান তুলেছেন। মুর্শিদার বিদায়ে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। ক্যাচ তুলে ফেরার আগে ৬১ বলে ৫টি চারে ৩৮ রান করেন মুর্শিদা। উইকেট হারালেও চাপ বুঝতে হয়নি বাংলাদেশকে।

ফারজানার সঙ্গে উইকেটে যোগ দেন সুপ্তা। ফারজানা ধীর-স্থির থাকলেও শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন ১৬ মাস পর ওয়ানডে দলে ফেরা সুপ্তা। দ্বিতীয় উইকেটে এ দুজন ১০৩ বলে ১০৪ রানের জুটি গড়েন। এর মধ্যে সুপ্তার অবদানই বেশি। মারকুটে মেজাজে ব্যাট চালানো ডানহাতি এই ব্যাটার ৪১ বলে পূর্ণ করেন ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি।

দলীয় ১৬৩ রানে আউট হন পরের দিকে রান বাড়িয়ে নেওয়া ফারজানা। বাংলাদেশের ডানহাতি এই ওপেনার ১১০ বলে ৪টি চারে ৬১ রান করেন। আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান আজ ক্যারিয়ারের একাদশ হাফ সেঞ্চুরির দেখা পেলেন। তার বিদায়ের পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে জুটি গড়েন অসাধারণ ব্যাটিং করে যাওয়া ‍সুপ্তা। এই জুটি থেকে আসে ৬১ রান, এখানেও সামনে থেকে নেতৃত্ব দেন সুপ্তা।

৪৭তম ওভারে উড়িয়ে মারতে গিয়ে আউট হন জ্যোতি, ২৮ বলে ৩টি চারে ২৮ রান করেন উইকেটরক্ষক এই ব্যাটার। ১৯তম ওভারে উইকেটে যাওয়া সুপ্তা আরও কিছুটা সময় উইকেটে থাকেন, ৪৯তম ওভারে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৮৯ বলে ১৪টি চারে ৯৬ রানের দুর্বার এক ইনিংস। আন্তর্জাতিক ওয়ানডেতে এটাই তার ক্যারিয়ার সেরা ইনিংস।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তার ইনিংসটি তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। ইনিংসে চার মারায় সবাইকে ছাড়িয়ে গেছেন সুপ্তা। ইনিংসে সর্বোচ্চ ১২টি ৪ মারার রেকর্ড ছিল মুর্শিদার, আজ ১৪টি মেরে তাকে ছাড়িয়ে যান সুপ্তা। আজ ৯ বলে অপরাজিত ১৩ রান করেন স্বর্ণা আক্তার। আয়ারল্যান্ডের ফ্রেয়া সারজেন্ট ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান লরা ডেলানি ও এইমি ম্যাগুয়ার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!