স্পোর্টস ডেস্ক:
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মাঠে নেমেছিল পাকিস্তান। বুলাওয়েতে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। হারিস রউফ-মোহাম্মদ হাসনাইনরা নিজেদের কাজটা করেছিলেন ঠিকঠাকই। স্বাগতিকদের ২০৫ রানেই অল আউট করে ম্যান ইন গ্রিনরা। তবে ব্যাত হাতে ব্যর্থ হয়েছে সফরকারীরা, ৬০ রানে ৬ উইকেট হারানোর পর বৃষ্টি আইনে ৮০ রানে হেরেছে রিজওয়ানরা।
আগে ব্যাত করতে নেমে স্কোরবোর্ডে ৪০ রান তোলার পর এক ওপেনারকে হারায় জিম্বাবুয়ে। এরপর স্বাগতিকরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। ক্রেগ আরভিন-শন উইলিয়ামসরা দলের হাল ধরতে পারেননি।
শেষদিকে ৫৬ বলে ৩৯ রানের ইনিংস খেলেন সিকান্দার রাজা, আর রিচার্ড এনগারাভা ৫২ বলে ৪৮ রান করলে ৪০.২ ওভারে অল আউট হওয়ার আগে ২০৫ রানের সংগ্রহ গড়ে জিম্বাবুয়ে।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ব্যাটিং হয়েছে জিম্বাবুয়ের চেয়েও বাজে। দলীয় ১১ রানে আব্দুল্লাহ শফিককে দিয়ে শুরু। এরপর আসা-যাওয়ার মাঝেই ছিলেন সাইম আইয়্যুব-কামরান গোলাম-রিজওয়ানরা। কেউই আজ দলের হাল ধরতে না পারলে এক পর্যায়ে ৫৮ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান।
এদিকে পাকিস্তান ৬ উইকেটে ৬০ রান করার পর নামে বৃষ্টি। এরপর আর ম্যাচ মাঠে গড়ায়নি। ফলে বৃষ্টি আইনে ৮০ রানের জয় পায় জিম্বাবুয়ে।
Leave a Reply