ফরিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে চারটি ইউনিয়ন নিয়ে ‘মণ্ডলের হাট’ নামে একটি নতুন উপজেলা স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে মণ্ডলের হাট বাজারে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বুড়াবুড়ি, হাতিয়া, বেগমগঞ্জ, ও সাহেবের আলগা ইউনিয়নের হাজারো শিক্ষার্থী ও বাসিন্দা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মণ্ডল, হাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বাতেন, বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের এবং বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির প্রতিষ্ঠাতা ভূপতি ভূষণ বর্মা।
বক্তারা বলেন, ব্রহ্মপুত্র ও ধরলা নদী দ্বারা বেষ্টিত এই চারটি ইউনিয়নের আয়তন প্রায় ২০৭ বর্গকিলোমিটার। এখানে ৪৪টি চরের বাসিন্দাসহ প্রায় দুই লক্ষাধিক মানুষ বসবাস করে, যারা দীর্ঘদিন ধরে মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। যোগাযোগ ব্যবস্থার অবনতির কারণে এই এলাকার মানুষজন উলিপুর উপজেলা প্রশাসনের সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
জীবনযাত্রার মান উন্নয়নে এবং মৌলিক সেবা নিশ্চিত করতে মণ্ডলের হাট নামে একটি নতুন উপজেলা গঠনের দাবি জানান বক্তারা।
Leave a Reply