কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মোঃ আলমগীর কবির। তিনি বলেন,
“২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের মানুষ নানা মানসিক চাপ ও ট্রমার মুখোমুখি হয়েছে। এই কর্মশালা শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলা করতে এবং ইতিবাচকভাবে জীবনযাপন করতে সহায়তা করবে। ভবিষ্যতেও গ্রীন ভয়েস এ ধরনের সচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালিয়ে যাবে।”
অতিথিদের মধ্যে ছিলেন নাগেশ্বরী উপজেলা শাখার উপদেষ্টা সুব্রত ভট্টাচার্য ও রেজাউল করিম রেজা, উলিপুর উপজেলা শাখার উপদেষ্টা আবু যুবায়ের আল মুকুল, মঞ্জুয়ারা বেগম, সাইফুল ইসলাম সাইদ, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার উপদেষ্টা মির্জা নাসির উদ্দিন, সাইদুর ইসলাম দুলু এবং শহিদুল ইসলাম।
কর্মশালার মূল আকর্ষণ ছিলেন বিশিষ্ট মনোবিজ্ঞানী ফারজানা ফাতেমা রুমী। তিনি মানসিক চাপ কমানোর কার্যকর কৌশল ও তা বাস্তব জীবনে প্রয়োগের উপায় চিত্রসহ উপস্থাপন করেন। তাঁর উপস্থাপনা অংশগ্রহণকারীদের মধ্যে গভীর আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল, গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন মাহমুদ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাওন মিয়া। তাঁরা অংশগ্রহণকারীদের উদ্দীপিত করেন এবং এই কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন নুরনবী সরকার ও বনলতা দাস সুমনা।
কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে এবং মানসিক চাপ মোকাবিলায় নতুন দৃষ্টিভঙ্গি ও অনুপ্রেরণা জোগায়। কর্মশালার সফল সমাপ্তির মধ্য দিয়ে গ্রীন ভয়েস একটি সময়োপযোগী উদ্যোগ সম্পন্ন করে, যা ভবিষ্যতে আরো ব্যাপক কার্যক্রম পরিচালনার জন্য অনুপ্রাণিত করবে।
Leave a Reply