আমিনুল ইসলাম,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। রোববার দুপুর ২টায় উপজেলার শিমুলবাড়ি গ্ৰাম এ ঘটনা ঘটে।
রোববার বিকালে গ্রেপ্তার ওই তিন মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার বাংলার হাট সীমান্ত থেকে গাঁজা নিয়ে শিমুলবাড়ি গ্ৰাম হয় লালমনিরহাট সদরের বড়বাড়িহাট যাওয়ার গোপন খবরে ফুলবাড়ী থানার পুলিশের টহল দল উপজেলার শিমুলবাড়ী গ্ৰামের ছড়ার পাড় এলাকায় ওঁৎ পেতে থেকে ওই এলাকার মাসুদ রানা (২২), নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন রায়সিংহপুর এলাকার শহিদুল ইসলাম ফোরকাই (৩৫) ও উপজেলার নাওডাঙ্গা এলাকার সজীব মিয়া (২৩)কে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেপ্তার করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply