আমিনুল ইসলাম,ফুলবাড়ী প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রী কলেজের শিক্ষার্থী হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত গ্ৰেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ফুলবাড়ী ডিগ্রী কলেজের শিক্ষার্থী শিক্ষক ও জনতা।
রোববার (২৪ নভেম্বর) দুপুর ৩ টায় কলেজের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কলেজের ডিগ্রী তৃতীয় বর্ষের পরীক্ষার্থী ও উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিণ নগরাজপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে হামিদুল ইসলামকে গত ৪ নভেম্বর দিবাগত রাতে ডাকাতবেশী একদল দুষ্কৃতিকারী নির্মমভাবে হত্যা করে ।
হত্যাকান্ডের ২০ দিন পেরিয়ে গেলেও এখনও এর রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক আজাদ হোসেন, প্রভাষক আরাবুর রহমান,জাকারিয়া মিঞা, ডিগ্রী প্রথম বর্ষের শিক্ষার্থী সুজন মিয়া।
Leave a Reply