কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পক্ষে মত দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ। নির্বাচনী রোডম্যাপ সংস্কার শেষ না করা হলে স্থানীয় নির্বাচনে গেলে সংস্কার কার্যক্রম আটকে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া, নির্বাচনের ব্যয় কমানোর জন্য সংসদীয় ব্যবস্থা গ্রহণের পরিকল্পনাও চলছে বলে জানান তিনি।
শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক মতবিনিময় সভায় তিনি বলেন, বর্তমানে দেশে প্রকৃত স্থানীয় সরকার ব্যবস্থা নেই, শুধুমাত্র কিছু প্রতিষ্ঠান রয়েছে।
তোফায়েল আহমেদ আরও বলেন, “বিগত স্থানীয় সরকার নির্বাচনগুলোয় ২৩ হাজার কোটি টাকা খরচ হয়। স্থানীয় সরকার নির্বাচন যদি সংসদীয় পদ্ধতিতে করা হয়, তাতে ৬০০ কোটি টাকা খরচ হবে এবং সময়ও কম লাগবে।”
তিনি প্রস্তাব দেন, স্থানীয় নির্বাচনে সরাসরি চেয়ারম্যান নির্বাচনের পরিবর্তে শুধুমাত্র কাউন্সিলর ও মেম্বার নির্বাচিত হবেন, যারা পরে চেয়ারম্যান নির্বাচিত করবেন।
Leave a Reply