স্পোর্টস ডেস্ক:
বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের প্রথম টেস্টে ব্যাট এবং বলের দারুণ লড়াইয়ের জমে উঠেছে দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিনে ১৭ উইকেট নিয়ে বোলারদের আধিপত্য দেখা ক্রিকেট প্রেমীরা দ্বিতীয় দিনে যেনো তারা মুদ্রার উল্টো পিল্ট দেখলো। দ্বিতীয় দিনে উইকেটে পড়েছে মাত্র ৩টি! প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারত অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়েছে মাত্র ১০৪ রানে। এতে করে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পায় টিম ইন্ডিয়া।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভারতের দুই ওপেনার জসওয়াল-রাহুলের দুর্দান্ত এক জুটিতে দিনশেষে বড় লিডের দিকেই এগিয়ে যাচ্ছে ভারত। জসওয়াল-রাহুলের জোড়া হাফ সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ১৭২ রান। তাতে ভারত এগিয়ে ২১৮ রানে, হাতে রয়েছে ১০ উইকেট। সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা জয়সওয়াল ৯০ ও রাহুল ৬২ রানে অপরাজিত রয়েছেন।
ওপেনার জয়সওয়াল- রাহুল এদিন শুধু ঘুরেই দাঁড়াননি, ২০ বছর আগের রেকর্ডও টপকে গিয়েছেন৷ ২০০৪ সালে সিডনি টেস্টে প্রথম উইকেটে ১০০ রানের জুটি গড়েন বীরেন্দের শেবাগ এবং আকাশ চোপড়া ৷ প্রথম উইকেটে ১২৩ রান করেছিলেন তারা। আজ সেই রেকর্ড টপকালেন জয়সওয়াল-রাহুল৷
পার্থে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৭ উইকেট হারিয়ে ৬৭। সেখান থেকে অল্পতেই গুটিয়ে যাবে অজিরা ধারনা করা হচ্ছিলো এমনটাই। এদিন সকালেও শুরুতেই ধাক্কা খায় অজি শিবির। ৭৯ রানের মধ্যে ৯ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। শেষ উইকেটে হ্যাজেলউডকে সঙ্গে নিয়ে সেই স্টার্কই অজিদের পৌঁছে দিলেন ১০৪ রানে। তিনি করলেন ২৬ রান। এটা ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বনিম্ন স্কোর।
তাতে ভারতের লিড কমিয়ে নিয়ে এসে ১০৪ রানে গুটিয়ে যায় প্যাট কামিন্সের দল। তাতে ৪৬ রানের লিড পায় টিম ইন্ডিয়া।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অনেকটা চিন্তা অনায়াসে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিল রাহুল-যশস্বীর ব্যাটে। দিনের শেষে যশস্বী ব্যাট করছেন ৯০ রানে। সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি। রাহুলের রান ৬২। দুই ওপেনার শুধু নতুন বলের সুইং সামলে একাধিক সেশন খেলে ফেলেছেন, তাই নয়।
বেশ ভালো গতিতে রানও করেছেন তারা। চা পানের বিরতিতে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ৮৪। দিনের শেষে সেটা গিয়ে দাঁড়াল ১৭২ রানে।
Leave a Reply