1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রৌমারীতে সোনাভরি নদী দখল করে ভবন নির্মাণ, বর্ষায় হুমকিতে পানিপ্রবাহ কুড়িগ্রামে ভিজিএফ চাল বিতরণে ভয়াবহ অনিয়ম: তালিকায় এক হাজার ৮০০ সচ্ছল ব্যক্তির নাম রৌমারীতে কন্যাসন্তান হওয়ায় ‘মিষ্টির’ কার্টনে মাটি-ইটের গুঁড়া দিলেন জামাই হরমুজ প্রণালী বন্ধের সম্ভাবনা : ইসরায়েল-ইরান সংঘাতে এই সমুদ্রপথ কেন গুরুত্বপূর্ণ? ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণের কতটা কাছাকাছি? ইরানের হামলায় ইসরায়েলে নিহত বেড়ে ১০, আহত ২০০; হামলা করেছে হুথিরাও বিএসএফের ‘পুশ ইন’ ঠেকাতে কুড়িগ্রাম সীমান্তে রাতভর পাহারা এলাকাবাসীর চিলমারীতে ২৫ বছর আগে মারা যাওয়া ব্যক্তির অক্ষত লাশ উদ্ধার ‘চোকার’ তকমা ঘুচিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা, লর্ডসে প্রথম আইসিসি শিরোপা জয় কাল থেকে সারাদেশে ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা

বিবিসির বিশ্লেষণ রুশ আগ্রাসন ও ট্রাম্পের প্রত্যাবর্তন: ইউক্রেনের ভবিষ্যৎ কী?

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৫১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ধীরে ধীরে ইউক্রেনের পূর্বাঞ্চলে অগ্রসর হচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। যুদ্ধের এ পর্যায়ে এসে রণাঙ্গনে ক্রমাগত অগ্রগতি অর্জন করছে রুশ বাহিনী, আর ইউক্রেন পড়ছে ক্রমেই কোণঠাসা অবস্থায়। যুদ্ধ মানেই ধ্বংসযজ্ঞ, চারদিকে অশান্তি আর অস্থিরতা। পূর্ব ইউক্রেনে রাশিয়ার ধীর গতির অগ্রযাত্রা মানবিক বিপর্যয়েরও নতুন অধ্যায় উন্মোচন করছে।

সামনে মার্কিন প্রশাসনের পরিবর্তনকে কেন্দ্র করে, ইউক্রেন এখন দুই চ্যালেঞ্জ মোকাবিলা করছে—একদিকে রুশ আগ্রাসন প্রতিহত করা, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী প্রশাসনের জন্য প্রস্তুত হওয়া।

পাভলোহারদ শহরের একটি আশ্রয়কেন্দ্রে যুদ্ধপীড়িত গ্রাম ও শহর থেকে আসা শরণার্থীদের সংখ্যা বেড়েই চলছে। শহরটি যুদ্ধের ক্রমশ অগ্রসরমান ফ্রন্টলাইন থেকে প্রায় ৬০ মাইল (১০০ কিলোমিটার) পশ্চিমে অবস্থিত।

সেখানে ৩১ বছর বয়সী আনাস্তাসিয়া বোলভিহিনা তার দুই সন্তান, আরসেনি এবং রোস্তিস্লাভকে নিয়ে আশ্রয় নিয়েছেন। পরিবারের সবার প্রিয় বিড়ালটি ঘুমোচ্ছে তাদের সঙ্গে আনা সামান্য কিছু জিনিসপত্রের পাশে। তারা এসেছেন পোকরভস্ক শহরের কাছে অবস্থিত উস্পেনিভকা গ্রামের বাড়ি থেকে, যেখানে যুদ্ধের করাল ছায়া বিস্তৃত।

আনাস্তাসিয়ার পরিবার যতদিন সম্ভব তাদের বাড়িতেই থাকার চেষ্টা করেছে। তবে চারদিকে বিস্ফোরণ, দোকানপাট বন্ধ এবং একে একে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শেষমেশ তারা বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন। সামান্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে দরজায় তালা দিয়ে তাঁরা রওনা হন।

‘আমরা আশা করেছিলাম, যুদ্ধ আমাদের পাশ কাটিয়ে চলে যাবে এবং খুব দ্রুত শেষ হবে,’ বলেন আনাস্তাসিয়া।

দুই মাস বিদ্যুৎ ও ইন্টারনেট ছাড়াই থাকার পর, তিনি এখন আশ্রয়কেন্দ্রে বসে বিছানার ওপর রাখা ল্যাপটপে সংবাদ দেখছেন।

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘আমরা আশা করি, পরিস্থিতির উন্নতি ঘটবে এবং যুদ্ধ শেষ হবে।’

‘আমি আশা করি, নতুন প্রেসিডেন্ট বর্তমানের চেয়ে ভালো হবেন’, যোগ করেন তিনি।

পাশের একটি অডিটোরিয়ামে, যেখানে হালকা আলো এবং একটি মাত্র হিটার দিয়ে গরম রাখা হচ্ছে, বৃদ্ধ শরণার্থীদের দেখভাল করছেন স্বেচ্ছাসেবকরা। ক্লান্ত, নিস্তেজ মানুষজন ক্যাম্পের বিছানায় বসে বা শুয়ে আছেন, অনেকেই ভাবনার জগতে হারিয়ে গেছেন।

৮৩ বছর বয়সী ক্যাটেরিনা ক্লিমকো এসেছেন সুখি ইয়ালি থেকে, যা কুরাখোভের কাছে অবস্থিত। রাশিয়ার ক্রমাগত অগ্রসরের ফলে এই এলাকাটিও প্রায় তাদের দখলে চলে এসেছে।

নিজের বাড়ি পুড়ে যাওয়ার কথা বলতে গিয়ে কেঁদে ওঠেন ক্যাটেরিনা। হারিয়েছেন তার সবকিছু। তিনি বলেন,’ এ যেন কেয়ামত শুরু হয়েছে, তারা এত বোমা ফেলেছে’।

‘ইউক্রেন কি এখনও জয়লাভ করতে পারবে?’

‘স্রষ্টাই জানেন,’ দীর্ঘশ্বাস ফেলে বলেন তিনি। ‘যা শুনছি, আমার হৃদয় ব্যথায় ভরে ওঠে তাতে। আমাদের এত বোমা মারা হয়েছে, অনেক মানুষ মারা গেছেন।’

ট্রাম্পের প্রত্যাবর্তন কি যুদ্ধের সমাধান আনবে?

রাশিয়া গতকাল রাতে ডিনিপ্রোতে একটি বিশাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলার আঘাত পুরো শহরজুড়ে অনুভূত হয়েছে, এমনকি বিবিসি’র প্রতিনিধি দলকেও নিরাপদ আশ্রয়ে ছুটে যেতে হয়েছে।

বাইডেন প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপ, যেমন- অ্যাটাকমস ক্ষেপণাস্ত্র এবং ল্যান্ডমাইন সরবরাহ, ইউক্রেনকে তাদের ভূখণ্ড রক্ষায় সহায়তা করার লক্ষ্যেই নেওয়া হয়েছে। এতে কেবল ইউক্রেনের নিজস্ব অঞ্চল নয়, রাশিয়ার কুর্স্ক অঞ্চলের পরিস্থিতিও প্রভাবিত হতে পারে।

যদি ডোনাল্ড ট্রাম্প আগামী বছর এই যুদ্ধ নিয়ে আলোচনার পথে এগিয়ে যান, তবে এই অস্ত্রগুলো বড় ভূমিকা রাখতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প এখনো স্পষ্টভাবে জানাননি কীভাবে তিনি ইউক্রেন যুদ্ধ শেষ করবেন। তবে তিনি বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে এটি সমাধান করবেন—যা অনেকেই অতিরঞ্জিত প্রতিশ্রুতি বলে মনে করছেন।

ইউক্রেনের নেতারা ট্রাম্পের পরিকল্পনার দিকে ইতিবাচক দৃষ্টিতে তাকাচ্ছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, ‘তিনি স্পষ্টভাবে বলেছেন যে তিনি সমস্যার সমাধান করবেন, তবে বিস্তারিত কিছু বলেননি। এটি একটি স্মার্ট পদক্ষেপ।’

ট্রাম্পকে ঘিরে অনেকের ধারণা, তিনি কেবল চুক্তি করতে পছন্দ করেন এবং পুতিনের প্রতি বিশেষ প্রশংসা দেখান। কিন্তু কুলেবা মনে করেন, ট্রাম্পকে এভাবে সরলভাবে দেখা ভুল।

‘তিনি বড় বিষয়গুলো একসঙ্গে দেখতে পারেন এবং তার সিদ্ধান্ত শুধু লেনদেনকেন্দ্রিক হবে না,’ কুলেবা বলেন।

নতুন প্রশাসন গঠনের পর ট্রাম্প তার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করবেন। কুলেবার মতে, তার প্রধান লক্ষ্য হবে নিজের শক্তি ও নেতৃত্ব দেখানো।

তিনি বলেন, ‘ট্রাম্প প্রমাণ করতে চাইবেন যে তিনি এমন সমস্যার সমাধান করতে পারেন, যা তার পূর্বসূরি করতে ব্যর্থ হয়েছেন’। তবে কূলেবা তিনি নিশ্চিত, ইউক্রেন থেকে পিছু হটার কোনো পরিকল্পনা ট্রাম্পের নেই।

যতটা আফগানিস্তানের পতন বাইডেন প্রশাসনের পররাষ্ট্র নীতিতে বড় ধাক্কা দিয়েছিল, ট্রাম্প যদি ইউক্রেনের ক্ষেত্রে কোনো ভুল পদক্ষেপ নেন, তবে সেটি তার জন্য ‘আফগানিস্তান’ হয়ে দাঁড়াবে, এবং ফলাফলও হবে একই রকম।

‘আমি মনে করি না, ট্রাম্প এমন কিছু চান,’ মন্তব্য করেছেন একজন বিশ্লেষক।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ২০২৫ সালে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে চান তারা। তবে তিনি আরও যোগ করেন, ট্রাম্প হোয়াইট হাউসে থাকলে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে।

মন্তব্যে ছিল জেলেনস্কির চিরচেনা কৌশল—এক দিকে প্রশংসা, অন্য দিকে চাপ প্রয়োগ।

ছবি: বিবিসি

রাশিয়ার আক্রমণে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য শান্তি যত তাড়াতাড়ি সম্ভব আসা জরুরি, যদিও এর জন্য আরও ত্যাগ স্বীকার করতে হতে পারে।

ডনিপ্রোর একটি কৃত্রিম অঙ্গ তৈরি কেন্দ্রের দরজায় প্রতিদিনই আহত সৈন্যদের আসা-যাওয়া। ২৭ বছর বয়সী দেমিয়ান দুদলিয়া তাদের একজন। ১৮ মাস আগে তার ইউনিটে মিসাইল হামলায় তিনি একটি পা হারিয়েছেন।

তিনি ইতোমধ্যে তার কার্বন ফাইবারের কৃত্রিম পায়ে অভ্যস্ত হয়ে উঠেছেন এবং আগামী বছরের ইনভিকটাস গেমসের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। তবে যুদ্ধ নিয়ে তার মনোভাব কম আশাবাদী।

‘আমার মনে হয়, ডনেস্ক এবং লুহানস্ক অঞ্চল দু’টি এবং ক্রিমিয়া আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে,’ বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত নই, আমরা সেগুলো পুনরুদ্ধার করতে পারব কিনা। আমাদের না লোকবল আছে, না অস্ত্র।’

মতামত জরিপগুলো থেকে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে এটা স্পষ্ট যে অধিকাংশ ইউক্রেনীয়-ই এই যুদ্ধের দ্রুত সমাপ্তি চান—বিশেষ করে পূর্বাঞ্চলে, যেখানে প্রতিদিন সাইরেনের শব্দে মানুষ তটস্থ থাকে।

একটি অংশ এমনও বলছে, তারা শান্তি প্রতিষ্ঠার জন্য কিছু অঞ্চল ছেড়ে দিতেও প্রস্তুত।

ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তিনি কী আশা করছেন; এমন প্রশ্নের জবাবে ২৮ বছর বয়সি এন্ডরই পেট্রেনকো বলেন, ‘আমি মনে করি একদিন যুদ্ধের শেষ হবে’।

আন্দ্রি তিন মাস আগে তার একটি পা হারিয়েছেন এবং এখন প্রস্থেটিক পা প্রতিস্থাপনের প্রক্রিয়ায় আছেন।

তিনি বলেন, ‘হয়তো তারা ১৯৯১ সালের সীমানায় ফিরে যাওয়ার জন্য সম্মত হবে, নতুবা কিছু অঞ্চল ছেড়ে দেওয়া হবে। প্রধান বিষয় হলো, যুদ্ধ শেষ হওয়া এবং মানুষ মারা যাওয়া বন্ধ হওয়া’।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!