রিপন বারী, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অটোরিক্সা দুর্ঘটনায় নিহত বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিমের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (২২ নভেম্বর) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম গত ১৯ নভেম্বর ২০২৪ তারিখ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ ভবন সংলগ্ন এলাকায় অটোরিক্সা দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
Leave a Reply