1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
পাকিস্তানে সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেতে দেবে না ভারত: বললেন ভারতীয় মন্ত্রী রৌমারীতে পরকীয়ার অভিযোগে পুলিশ সদস্য প্রত্যাহার ছাত্র মজলিসের রাজশাহী বিভাগীয় জোনাল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু ২৭ এপ্রিল রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত; ৬ বিভাগের জন্য নিতে হবে ব্যবহারিক পরীক্ষা লিবিয়ায় বন্দিজীবনের ভয়ংকর অভিজ্ঞতা: কুড়িগ্রামের ইয়াকুবের বর্ণনা ইসরায়েলের বর্বরোচিত যুদ্ধের অবসান হোক বাংলাদেশে বড় আকারে লোডশেডিংয়ের আশঙ্কা: বিদ্যুৎ ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ বিদেশে বাংলাদেশিদের জিম্মি করে মুক্তিপণ আদায়,চক্রের মূলহোতা জাহিদ গ্রেফতার বেরোবিতে গুচ্ছ সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন: উপস্থিতি প্রায় ৯৬%

সেনাকুঞ্জে খালেদা জিয়া: ৬ বছর পর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে দেখা গেল বিএনপি চেয়ারপারসনকে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৬২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

২০১৮ সালের ফেব্রুয়ারিতে কারাবন্দি হওয়ার ছয় বছর পর আজ প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন খালেদা জিয়াকে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস-২০২৪-এর সংবর্ধনায় যোগ দেওয়ার মাধ্যমে তিনি এত বছর পর কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন।

এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন খালেদা জিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের প্রকাশ করা একটি ভিডিওতে ড. ইউনূস ও খালেদা জিয়াকে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়। তাদের আশপাশে নিরাপত্তারক্ষীসহ আরও কয়েকজন ব্যক্তি অবস্থান করছিলেন।

এক মিনিটের কিছু বেশি দৈর্ঘ্যের ভিডিওটিতে দেখা যায়, দুটি সোফায় তারা পাশাপাশি বসে আছেন।

সেনাকুঞ্জে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া।

বিএনপি মিডিয়া সেল সদস্য শাইরুল কবির খান জানান, বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানে বাসভবন ‘ফিরোজা’ থেকে রওনা দিয়ে ৩টা ৪৫ মিনিটে সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া।

এর আগে সর্বশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া।

মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ খালেদা জিয়াকে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়।

চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এএসএম কামরুল আহসান খালেদার কাছে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির অন্য ২৬ নেতাকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

খালেদা জিয়া গত কয়েক বছর ধরে লিভার সিরোসিস, হার্ট, ফুসফুস, কিডনি ও চোখের রোগসহ বিভিন্ন রোগে ভুগছেন।

একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার একটি বিশেষ আদালত পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার পর ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসনকে কারাগারে পাঠানো হয়েছিল।

ওই বছরের ৩০ অক্টোবর হাইকোর্ট তার সাজা বাড়িয়ে ১০ বছর করে। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন তিনি।

করোনাভাইরাস মহামারির মধ্যে বিগত আওয়ামী লীগ সরকার ২০২০ সালের ২৫ মার্চ একটি নির্বাহী আদেশের মাধ্যমে সাময়িকভাবে মুক্তি দেয় খালেদা জিয়াকে। তিনি গুলশানের বাসায় থাকবেন এবং দেশ ছাড়বেন না এ শর্তে তার সাজা স্থগিত করা হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৪৯ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ৬ আগস্ট খালেদা জিয়ার সাজা মওকুফ করেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনীর প্রতিষ্ঠার স্মরণে আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!