স্পোর্টস ডেস্ক:
স্পেনের বিষ্ময়বাল বলা হয় লামিনে ইয়ামালকে। সবশেষ স্পেনের ইউরো জয়ের পথে দারুণ ভূমিকা রেখেছেন এই তরুণ ফুটবলার। বার্সেলোনার জার্সিতে ইতিমধ্যে বেশ আলো কেড়ে নিয়েছেন এই তরুণ। এই স্প্যানিশ তরুণকে কিনতেই বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিলো বলে অক্টোবরে জানান বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। এবার সেই সেই ক্লাবের নাম জানাল তিনি।
ইয়ামলকে কিনতে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ২৫০ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার কোটি টাকার বেশি প্রস্তাব দিয়েছিল। এমনটায় স্প্যানিশ সংবাদ মাধ্যমে জানান লাপোর্তার উপদেষ্টা ম্যাসিপ।
স্পেনের ইউরোজয়ী উইঙ্গার লামিনকে পেতে প্যারিস সেইন্ট জার্মেইন ২৫০ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার কোটি টাকার বেশি প্রস্তাব দিয়েছিল। লাপোর্তার উপদেষ্টা ম্যাসিপ এ তথ্য সামনে এনেছেন।
লাপোর্তার উপদেষ্টা ম্যাসিপ বলেন, ‘সভাপতি বলেছিলেন আমাদের কাছে একটি প্রস্তাব এসেছে ২৫০ মিলিয়ন ইউরোর এবং সেটি প্রত্যাখ্যান করা হয়েছে। ওই প্রস্তাব কখনই বিবেচনায় আনা হবে না। এ প্রস্তাব ফ্রান্স থেকে এসেছিল।’
পিএসজি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য একে একে কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি-নেইমারদের মতো বড় বড় তারকাকে নিয়েও খরা কাটাতে পারেনি। এমনকি নামকরা কোচ এনেও। মেসি-নেইমার আগেই পিএসজি ছেড়ে গিয়েছে ভিন্ন ভিন্ন ক্লাব। শেষে এমাবাপে ছিলো-তিনিও এখন রিয়ালের জার্সি গাঁয়ে জড়িয়েছেন।
সেই খালি জায়গা পূরণে কি ইয়ামলকে দলে ভেড়াতে চেয়েছিলো পিএসজি। এমন প্রশ্নের জবানে বার্সা সভাপতর উপদেষ্টা জানিয়েছেন, ‘যখন কাছে খরচ করার জন্য পর্যাপ্ত অর্থ থাকবে, তখন উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে যাকে চান চুক্তি করানোর চেষ্টা করবেন। আমাকে অবশ্য বলতেই হবে ম্যাচের গতিপথ নির্ধারণ করতে এ মুহুর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ইয়ামাল।’
‘আমার মনে হয় না এই মুহুর্তে একজন ১৭ বর্ষী খেলোয়াড় বিশ্বের সেরা কিনা সেটা নিয়ে আলোচনার প্রয়োজন আছে। কিন্তু আমাদের কাছে সেই-ই সেরা। বলতে চাই না লটারি জিতেছি। তবে যে বছর এমবাপে লা লিগায় আসার সিদ্ধান্ত নিলো, তখন একজন ১৬ বর্ষী ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ জিতে বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হল।’
Leave a Reply