1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
‘চোকার’ তকমা ঘুচিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা, লর্ডসে প্রথম আইসিসি শিরোপা জয় কাল থেকে সারাদেশে ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা ইরান-ইসরায়েল সংঘাত দীর্ঘস্থায়ী হতে পারে, যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার আশঙ্কা: বিশ্লেষক আকবরজাদেহ কুড়িগ্রামে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে ফেনসিডিলসহ আটক ২ মাদক কারবারি চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে কুড়িগ্রামের একই পরিবারের ৬ জনকে ফিরিয়ে দিলো বিএসএফ চিলমারীতে ২৫ বছর আগের দাফনকৃত লাশ অক্ষত অবস্থায় উদ্ধার, জনমনে বিস্ময় রৌমারীতে দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৩, আহত দেড় শতাধিক ইরানের যত পারমাণবিক স্থাপনা ‘ওয়ান ব্লাড নেটওয়ার্ক’ চালু করছে সরকার: রক্ত খোঁজার ভোগান্তি কমবে

ফেসবুক পোস্টের ‘ভিউ’ কত জানার সুযোগ এলো

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

মেটার অধীন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এই প্ল্যাটফর্মের ব্যবহাকারীর সংখ্যা কয়েক শ কোটি। ফেসবুকে কোনো পোস্ট দিলে সেই পোস্টে সাত ধরনের রিঅ্যাকশন দেওয়া যায়। এগুলো হলো, লাইক, লাভ, কেয়ার, হাহা, ওয়াও, স্যাড এবং অ্যাংগ্রি। এগুলোই একটি পোস্টের মানদণ্ড।

সাধারণত ফেসবুক পোস্টের ভিউ কত হয়েছে তা সুযোগ সরাসরি মেলে না। যদিও প্রোফেশনাল অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে গিয়ে পোস্টের রিচ দেখার সুযোগ মেলে।

ফেসবুকের এক সাম্প্রতিক আপডেটে জানা গেছে, ভিউস বা কতজন একটি পোস্ট দেখেছেন, সেটাই হতে যাচ্ছে কন্টেন্টের গুণমান বিচারের প্রাথমিক মানদণ্ড।

সম্প্রতি এই পরিবর্তনের বিষয়ে একটি আনুষ্ঠানিক পোস্ট দিয়েছে ফেসবুক। ইনস্টাগ্রামে এর আগেই এই প্রক্রিয়া চালু হয়েছে।

fb_pic

এতদিন পর্যন্ত ভিউস বলতে মূলত ‘ভিডিও দেখা’ বোঝানো হলেও ফেসবুকের সব কন্টেন্টের ক্ষেত্রেই এটা এখন থেকে অনুসরণ করা হবে, যেমন ছবি, লিখিত পোস্ট ও অন্যান্য কন্টেন্ট।

রিলসের মতো ভিডিওর ক্ষেত্রে যতবার এই ভিডিও দেখা হবে, ততগুলো ‘ভিউ’ কাউন্ট করা হবে। অন্যান্য কন্টেন্টের ক্ষেত্রে যতবার সেটি কোন এক ইউজারের স্ক্রিনে দৃশ্যমান হবে, ততগুলো ভিউ কাউন্ট করা হবে। এ ক্ষেত্রে একই ইউজার বারবার একই কন্টেন্ট দেখলেও ভিউয়ের সংখ্যা বাড়তে থাকবে।

ভিউসকে কেন্দ্রে নিয়ে আসার পাশাপাশি বিদ্যমান ভিডিও মেট্রিকসেও পরিবর্তন আনবে ফেসবুক। ‘ওয়াচ টাইমের’ (মোট কতক্ষণ সময় রিল বা ভিডিওটি চলেছে) বদলে ‘মিনিটস ভিউড (কত মিনিট দেখা হয়েছে)’ ও ‘এভারেজ মিনিটস ভিউড (গড় মিনিট)’ নামে দুইটি মানদণ্ড চালু করবে ফেসবুক। রিচ, থ্রি সেকেন্ড ভিউস, ওয়ান মিনিট ভিউস, রিয়েকশন, কমেন্টস বা শেয়ারের ক্ষেত্রে কোন দৃশ্যমান পরিবর্তন আসছে না। ফেসবুক জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইউজাররা এই পরিবর্তনের প্রতিফলন দেখবেন ‘মেটা বিজনেস স্যুট’ ও ‘প্রফেশনাল ড্যাশবোর্ডে’।

fv

এ বছরের শুরুতে ইনস্টাগ্রামে এই মানদণ্ড চালু হয়েছে।

সে সময় ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোজ্জেরি ব্যাখ্যা দেন, একক মানদণ্ডের ব্যবহারে ক্রিয়েটররা বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের কন্টেন্টের কার্যকারিতা সম্পর্কে আরও ভালো ধারণা পাবেন।

ফেসবুক ও ইনস্টাগ্রামের পাশাপাশি মেটার অপর সামাজিক মাধ্যম থ্রেডসেও একই ধ্যানধারণা চালু হতে যাচ্ছে।

মেটা জানিয়েছে, এরকম একক মানদণ্ড ক্রিয়েটরদেরকে তাদের কন্টেন্টের ব্যাপারে আরও স্বচ্ছ ধারণা দেবে।

তবে সমালোচকরা বলছেন, শুধু ভিউ কাউন্ট কোনো অর্থবহ তথ্য নয়। এ থেকে কন্টেন্ট ভালো বা খারাপ করার কোনো সুনির্দিষ্ট কারণ জানার উপায় নেই।

টুইটার কেনার পর থেকেই এই সামাজিক মাধ্যমে ‘ভিউসের’ গুরুত্ব বাড়িয়েছেন ধনকুবের ইলন মাস্ক। নাম বদলে ‘এক্স’ দেওয়ার পর ভিউস ও ইমপ্রেশনস এর মতো মানদণ্ডে গুরুত্ব দেন মাস্ক।

এবার ফেসবুকের মূল প্রতিষ্ঠান থ্রেডসও একই পথে হাঁটল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!