এনামুল হক সরকার রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:
রাজারহাট স্টেশন এলাকায় ৬০০ মিটার দৈর্ঘ্যের লুপ লাইন বসানোর চার বছর পরেও কোনো ট্রেন চলাচল করে নি। রেলওয়ে সূত্রে জানা গেছে,ট্রেন পরিচালনা পদ্ধতি সহজ করার লক্ষ্যে করোনা পূর্ববর্তী সময়ে ২০২০ সালে লুপ লাইনটি নির্মাণ করে রেলওয়ে কর্তৃপক্ষ ।
পাশাপাশি আধুনিক সিগন্যাল সিস্টেম স্থাপন করা হয়। পর্যাপ্ত লোকবল নিয়োগরত থাকা সত্ত্বে লুপ লাইন ও সিগন্যাল ব্যবস্থা চালু করা সম্ভব হয় নি। লুপ লাইন ও সিগন্যাল সিস্টেম চালু থাকলে শিডিউল বিপর্যয় ছাড়াই রাজারহাটের উপর দিয়ে চলাচল করা আটটি ট্রেন পরিচালনা সহজতর হতো বলে মনে করছেন সচেতন মহল।
রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ বলেন রেল কর্তৃপক্ষের অবহেলার কারণে বিপুল টাকা ব্যয়ে নির্মিত লুপ লাইন সিগন্যাল ব্যবস্থা অকার্যকর অবস্থায় পরে আছে। লুপ লাইন ও সিগন্যাল ব্যবস্থা চালু হলে এই এলাকার ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় রোধ করা যেতো।
রাজারহাট স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার মাঈদুল ইসলাম বলেন লোকবলসহ সবরকম অবকাঠামো প্রস্তুত আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলেই লুপ লাইন ও সিগন্যাল ব্যবস্থা চালু করা সম্ভব।উল্লেখ্য কোনও স্টেশনে ঢোকা বা বেরোনোর সময় রেললাইনে তৈরি করা হয় লুপ লাইন। একই স্টেশনে একই সময়ে ২টি ট্রেন আসলে একটি লুপ লাইনে ঢুকে পড়ে।এতে দ্রুত ক্রচিংয়ের মাধ্যমে যথাসময়ে ট্রেন গন্তব্য পৌঁছাতে পারে।#
Leave a Reply