আমির ফয়সাল, ভুরুঙ্গামারি প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায়
মোঃ শাহজাহান আলী বিএসসি (৬৫) নামের এক আওয়ামী লীগ নেতা কে আটক করেছে থানা পুলিশ। রবিবার (১৭ নভেম্বর) সন্ধায় তাকে ভূরুঙ্গামারী বাজার থেকে আটক করা হয়।
তিনি উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলার পাটেশ্বরী বরকতিয়া উচ্চ বিদ্যালয়ের (অব:) বিএসসি শিক্ষক বলে জানা গেছে।
আটক শাজাহান আলী বিএসসি উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ভূরুঙ্গামারী মৌজার মৃত অছিম উদ্দীন মন্ডলের ছেলে।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গত ৪ আগস্ট ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
আগামীকাল (১৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।
Leave a Reply