ফরিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার বদরপুর দাখিল মাদ্রাসার পাশের খালের ওপর থাকা একমাত্র ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সংকীর্ণ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এই ব্রিজ দিয়ে চলাচল করতে গিয়ে এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বদরপুর, মরিচাকান্দি, বালিয়ামারী, শিবেরডাঙ্গী এবং রৌমারীর বেশ কয়েকটি গ্রামের মানুষ এই ব্রিজ ব্যবহার করেন। এটি ঢাকা-রৌমারী মহাসড়কের (মেইন রোড) সাথে সংযোগের একমাত্র রাস্তা। কিন্তু ব্রিজের মাঝখানে ইটের খোয়াব ভেঙে রড বের হওয়া সহ বেশ কয়েকটি গর্ত তৈরি হয়েছে। এছাড়াও ব্রীজটির প্রস্থ এতটাই সরু যে একসঙ্গে দুটি ভ্যান বা গাড়ি চলাচল করতে পারে না।
স্থানীয় বাসিন্দা মোঃ শাহাব উদ্দিন বলেন, “ব্রিজটি প্রায় এক বছর ধরে ভাঙা। মাঝখানে গর্ত হয়েছে। একটি ভ্যান উঠলে আরেকটি নামতে পারে না। খুব অসুবিধায় আছি।”
অটোভ্যান চালক আল আমিন শেখ বলেন, “ব্রিজের ওপর দিয়ে চলতে অনেক ভয় লাগে। কখন যে দুর্ঘটনা হবে, বলা যায় না।”
ব্যবসায়ী রুস্তুম আলী জানান, “নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বা নির্মাণ সামগ্রী আনতে খুব কষ্ট হচ্ছে। বড় গাড়ি চলতে পারে না। এলাকার মানুষের জন্য এটি বড় সমস্যা।”
রাজিবপুর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহ আলম বলেন, “ব্রিজটি অনেক ঝুঁকিপূর্ণ। কোনো সময় ভেঙে বড় দুর্ঘটনা হতে পারে। আমি এর দ্রুত সংস্কার ও প্রস্থ বাড়ানোর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”
উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা জানান, “ব্রিজটি সংস্কার এবং নতুন করে নির্মাণের জন্য আমরা আবেদন পাঠিয়েছি। আশা করি, শিগগিরই নতুন কাজ শুরু হবে।”
এলাকাবাসী দ্রুত ব্রিজটি’র সংস্কার এবং এর প্রস্থ বাড়ানোর দাবি জানিয়েছেন। তারা বলছেন, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।
Leave a Reply