আতিকুর রহমান,নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা প্রশাসন অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার বিকালে ডিএম একাডেমি ফুটবল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
দুধকুমার বনাম গঙ্গাধর ফুটবল একাডেমির মধ্যকার খেলায় ১-০ গোলে গঙ্গাধর ফুটবল একাডেমি বিজয়লাভ করে। পরে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার আহŸায়ক সিব্বির আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব ময়দান আলী, ক্রীড়া সাংবাদিক মিজানুর রহমান মিন্টু, রেফারি আখেরুজ্জামান, জহুরুল হক, ক্রীড়া ব্যাক্তিত্ব আফজাল হোসেন, ছাত্র প্রতিনিধি আতিকুর রহমান আকাশসহ অনেকে।
Leave a Reply