স্পোর্টস ডেস্ক:
আর কয়েক দিনের মধ্যে শুরু হচ্ছে বোর্ডার গাভাস্কার ট্রফি। ঘরের মাঠে এ সিরিজে ভারতের বিপক্ষে ৫ টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। পার্থ টেস্টের আর এক সপ্তাহও বাকি নেই। হঠাৎ চিন্তা ভারতীয় শিবিরে। কেননা এই সিরিজের ওপর নির্ভর করছে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ভাগ্য। এমন সিরিজের আগে একাধিক ক্রিকেটারের চোট, অপরদিকে রোহিত শর্মা দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার সময় স্ত্রীর পাশে থাকতে আগেই ছুটি নিয়েছেন। তাতে সিরিজের আগে বড় দুশ্চিন্তায় ভারত।
অজিদের ফাস্ট আর বাউন্সি পিচে খেলতে গিয়ে ভারতের একাধিক ব্যাটার চোট পেয়েছেন। লোকেশ রাহুল, সরফরাজ খানের কনুইয়ে চোট লাগে। এরই মধ্যে খবর এসেছিল শুভমন গিলও নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছেন। তবে তখনও তাঁর চোটের ব্যাপকতা বোঝা যায়নি। স্ক্যান রিপোর্টের পর জানা যায় শুভমন গিলের বুড়ো আঙ্গুলের হাড় ভেঙেছে। সেই কারণে প্রথম টেস্টে পার্থএ খেলতে পারবেন না তিনি।
ফলে সিরিজের আগে ওপেনিং নিয়ে বড় দুশ্চিন্তায় ভারত। কারণ যশস্বী জয়সওয়াল থাকলেও, রোহিত শর্মার অনুপস্থিতিতে ভাবা হচ্ছিল লোকেশ রাহুেলর নাম। তিনিও চোট পেতে শুরু হয় গিলকে নিয়ে জল্পনা। এবার তিনিও ছিটকে যাওয়ায় সরাসরি স্টার্ক কামিনসদের বিরুদ্ধেই অভিষেক হতে পারে বাংলার অভিমন্যু ঈশ্বরণের।
এদিকে ভারতের বোর্ডের এক সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে জানায়, বাবা হওযার পরের দিনই রোহিত জানিয়েছেন পার্থে প্রথম টেস্টে খেলবেন না। তিনি পরিবারের সঙ্গেই আপাতত কিছুদিন সময় কাটাতে চান। দ্বিতীয় টেস্টের আগে এখনও দিন কুড়ি সময় থাকায় অন্তত স্ত্রীর সঙ্গে ৭-১০দিন কাটাতে পারেন রোহিত শর্মা। ফলে রোহিত না যাওয়ায় ওপেনিং স্টটে এখনও একজন ব্যাটারের দুশ্চিন্তায় ভারত। সবমিলিয়ে ওপেনিং নিয়ে বেশ জটিল পরিস্থিতিতেই আছে ম্যান ইন ব্লুরা।
শুভমনের পাশাপাশি রোহিতও খেলতে না পারলে ভারতের টপ অর্ডার দুর্বল হয়ে যাবে। রোহিত না খেললে ওপেনিংয়ে নামতে পারেন রাহুল। শুভমন না থাকায় বাংলার অভিমন্যু ঈশ্বরণ খেলতে পারেন। তাঁকে শুরুতে রোহিতের জায়গায় ভাবা হচ্ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে অভিমন্যুকে এক ধাপ নীচে খেলতে হতে পারে। কারণ ভারতের হাতে আর বিকল্প নেই। এই পরিস্থিতিতে বিরাট কোহলি, ঋষভ পান্থদের দায়িত্ব আরও বেড়েছে।
Leave a Reply