আল আমিন,রৌমারী,কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ২ নং শৌলমারী ইউনিয়ন বিএনপি শাখার কার্যালয়ের, শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
দুপুর ২ঃ০০ টার দিকে শুভ উদ্বোধন করেন ২ নং শৌলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি (মোঃ মনিরুজ্জামান)
এবং উদ্বোধন শেষে বক্তব্যে ২ নং শৌলমারী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি:(জয়নাল আবেদীন মাস্টার) বলেন বিএনপি’র প্রতিষ্ঠাতা:(শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান) তিনি আমাদের রৌমারীতে এসেছিলেন এবং তার অনেক স্মৃতি আমাদের রৌমারীর মাটিতে রয়েছে। তিনি আরো বলেন আমাদের রৌমারী থেকে যদি আমরা বিএনপি’র একজন সংসদ সদস্য উপহার দিতে পারি তাহলে আমাদের রৌমারী মুক্তাঞ্চল হিসেবে ভূষিত হবে।
এ সময় বক্তব্য রাখেন ২ নং শৌলমারী ইউনিয়ন বিএনপি’সভাপতি (মোঃ মনিরুজ্জামান) তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান (জনাব তারেক রহমান) তিনি বাংলাদেশের ভেতরে যতগুলো উপজেলা আছে তার মধ্য থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের রৌমারীকে নিয়ে প্রায় ১৫ থেকে ২০ মিনিট যে বক্তব্য দেন সেটা আমাদের রৌমারীর মানুষদের গর্ব করা উচিত। এবং তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে রৌমারীতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় করবেন। তিনি আরো বলেন গত ১৫ বছরে যে, ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা বিএনপি’র কোন ধরনের কোন মিছিল মিটিং করতে পারি নাই।
এবং দোয়া মাহফিলে ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ২শৌলমারী ইউনিয়নে সভাপতি: (মোঃ মনিরুজ্জামান )
সাধারণ সম্পাদক : (মোঃ মোফাজ্জল হোসেন )
যুবদল আহ্বায়ক :(মোঃ নাসির উদ্দিন প্রভাষক )
সদস্য সচিব :(মোঃ নাজমুল হোসেন )
ছাত্রদল সভাপতি : (মোঃ শহিদুল ইসলাম হিমু)
সাধারণ সম্পাদক :মোঃ আমির হোসাইন আংগুর)
জিয়া সাইবার ফোর্স সভাপতি : (মোঃ জাইদুল ইসলাম জাহিদ মোল্লা )
যুগ্ম সাধারণ সম্পাদক : (মোঃ রাজু আহমেদ) প্রমুখ।
Leave a Reply