স্পোর্টস ডেস্ক:
আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের মাটিতে আগামী ফেব্রুয়ারি-মার্চে এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাবর আজমদের দেশে গিয়ে এ টুর্নামেন্টে অংশ নিতে ভারতের আপত্তির কারণেই এখনও নিশ্চিত নয় কিভাবে কোথায় অনুষ্ঠিত হবে আইসিসির এ ইভেন্ট।
পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসিকে সাফ জানিয়ে দিয়েছে যে, দেশটির সরকার অনুমতি না দেওয়ায় পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না রোহিত শর্মারা। বিসিসিআই হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের দাবী জানিয়েছে যেখানে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
তবে ভারতের এমন দাবী মেনে নিতে একেবারেই রাজী নয় পাকিস্তান। প্রয়োজনে ভারতকে বাদ দিয়ে হলেও পুরো আসর নিজেদের মাঠেই আয়োজন করতে চায় পিসিবি। এমন অবস্থায় পাকিস্তানের মাটিতে আদৌ এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কি না তা নিশ্চিত নয়। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে জানানো হয়, পাকিস্তান থেকে সরে গেলে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে পারে দক্ষিণ আফ্রিকায়।
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়ে যখন অনিশ্চয়তা তখন শুরু হয়েছে এ টুর্নামেন্টের ট্রফির অফিশিয়াল ট্যুর। পাকিস্তান থেকেই শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর। গতকাল ট্রফিটি পোছেছে ইসলামাবাদে। আগামী ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত পাকিস্তানে থাকবে এবং দেশটির বিভিন্ন জায়গায় তা দেখানো হবে। পাকিস্তান সফরের অংশ হিসেবে ট্রফিটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উচুঁ পাহাড় কে টু এর বেইজ ক্যাম্পেও যাবে।
এবারের আসরে যে ৮টি দল অংশ নিবে সেই ৮টি দেশেই সফর করবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ট্রফি ট্যুরের অংশ হিসেবে তা আসবে বাংলাদেশেও। ট্রফি বাংলাদেশে থাকবে আগামী ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্র সৈকতে এ ট্রফি প্রদর্শনের জন্য থাকবে।
Leave a Reply