স্পোর্টস ডেস্ক:
গত ৩১ অক্টোবর শেষ হয়েছে আইপিএলের রিটেনশন প্রক্রিয়া। এবার পালা মেগা নিলামের। আগামী আসরের আগেই অনুষ্ঠিত হবে টানটান উত্তেজনাপূর্ণ মেগা নিলাম। চলতি মাসেই সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহ জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। চলতি নভেম্বর মাসের শেষে দুদিন ধরে চলবে এই মহা নিলাম। সেখান থেকে দল বাছাই করবেন ১০টি ফ্রাঞ্জাইজির মালিক এবং কর্মকর্তারা।
আইপিএল ২০২৫ এর আগে নিলামের জন্য খেলোয়াড় নিবন্ধন আনুষ্ঠানিকভাবে ৪ নভেম্বর, ২০২৪ তারিখে শেষ হয়েছে, যেখানে মোট ১,৫৭৪ জন খেলোয়াড় (১,১৬৫ জন ভারতীয় এবং ৪০৯ জন বিদেশি) নিবন্ধন করেছেন। সহযোগী দেশ থেকে আছেন ৩০ জন। বাংলাদেশ থেকে আছেন ১৩ ক্রিকেটার। আজ নিলামকে সামনে রেখে ৫৭৪ ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়েছে। যেখানে বাংলাদেশ থেকে আছেন ১২ জন।
৫৭৪ ক্রিকেটারের মধ্যে ৩৬৬ জন ভারতীয়, ২০৮ জন ওভারসিজ। ৩ জন আছেন সহযোগী দেশের ক্রিকেটার। সর্বোচ্চ ২০৪ টি স্লটে ক্রিকেটাররা দল পাবেন, যার মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটারের কপাল খুলবে। সর্বোচ্চ ২ কোটি ভারতীয় রুপি ভিত্তমূল্যে আছেন ৮১ ক্রিকেটার, যেখানে নাম আছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের।
আইপিএল ২০২৫ এর জন্য নিলামে নাম থাকা ১২ বাংলাদেশি-
নাম | পজিশন | সেট | ভিত্তিমূল্য (ভারতীয় রুপি) |
মুস্তাফিজুর রহমান | পেস বোলার | ৩ | ২ কোটি |
রিশাদ হোসেন | স্পিনার সেট | ৩ | ৭৫ লাখ |
লিটন দাস | উইকেটরক্ষক | ৪ | ৭৫ লাখ |
তাওহীদ হৃদয় | ব্যাটার | ৫ | ৭৫ লাখ |
তাসকিন আহমেদ | পেস বোলার | ৭ | ১ কোটি |
সাকিব আল হাসান | অলরাউন্ডার | ৮ | ১ কোটি |
মেহেদী হাসান মিরাজ | অলরাউন্ডার | ৮ | ১ কোটি |
শরিফুল ইসলাম | পেস বোলার | ৮ | ৭৫ লাখ |
তানজিম হাসান সাকিব | পেস বোলার | ৮ | ৭৫ লাখ |
মেহেদী হাসান | অলরাউন্ডার | ৯ | ৭৫ লাখ |
হাসান মাহমুদ | পেস বোলার | ৯ | ৭৫ লাখ |
নাহিদ রানা | পেস বোলার | ৯ | ৭৫ লাখ |
Leave a Reply