কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা আওয়ামী লীগের একাধিক পদধারী স্বৈরাচারের দোসর ও দুর্নীতিবাজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.এ. কে.এম জাকির হোসেনের পদত্যাগ দাবি করেন।
মানববন্ধনে ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, মো. আ.আজিজ নাহিদ, সাদিকুর রহমান ও রাকিব পাটোয়ারী। বক্তারা বলেন, ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসি আওয়ামী লীগের একাধিক পদে রয়েছেন। তাকে দিয়ে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে উন্নতি করা সম্ভব নয়। কুড়িগ্রাম বিভিন্ন দিক থেকে বঞ্চিত। আমরা ছাত্র- জনতা ভিসির পদত্যাগসহ বৃহত্তর রংপুর অঞ্চলে একজন উপদেষ্টা দেওয়ার দাবি করছি।’
Leave a Reply