অবৈধ অনুপ্রবেশ, যৌথ টহল,মাদক ও মানব পাচার সহ সীমান্তের বিভিন্ন সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে কুড়িগ্রামে বিজবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট বিওপির এলাকাধীন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০০৯/এমপি এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে সোনাহাট স্থলবন্দরের সভা কক্ষে এই সভা অুষ্ঠিত হয়।
সভায় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ এবং ভারতের পক্ষে বিএসএফ ধুবরী সেক্টর ১৬ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন ডিআইজি শ্রী আশুতোষ শর্মা, পিএমএমএস।
বিজিবির পক্ষে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম সহ অন্যান্য স্টাফ অফিসার গন এবং ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে ধুবরী সেক্টর অধীনস্থ ১৯, ৩১, এবং ১৫০ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক ও স্টাফ অফিসার।
কুড়িগ্রাম ২২বিজিবি ব্যাটালিয়ন এর পরিচালক অধিনায়ক লে: কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, সীমান্ত সমন্বয় সভায় বিএসএফ এবং ভারতীয় নাগরিক কর্তৃক অবৈধ অনুপ্রবেশ, সীমান্তের নিরীহ/নিরস্ত্র জনগণকে আহত করন, মাদকদ্রব্য চোরাচালান, সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ স্থাপনা তৈরি না করা এবং কাঁটাতারের বেঁড়া নির্মাণ সংক্রান্ত বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকাণ্ড সহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে সভায় আলোচনা হয়।
Leave a Reply