কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে জিয়া মঞ্চ জেলা আহবায়ক কমিটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি। মোঃ আল আমিনকে জেলা আহবায়ক ও এইচকে হীরাকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি প্রকাশ করে সংগঠনটি।
বুধবার (১৩ নভেম্বর) জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহবায়ক কমিটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,আগামী ৯০ দিনের মধ্যে সকল উপজেলা ও পৌর শাখা কমিটির আহবায়ক সদস্য সচিব, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক,সহ সাংগঠনিক সম্পাদক এর মতামত গ্রহণ পূর্বক যৌথ স্বাক্ষরে অনুমোদন করে জিয়া মঞ্চ কেন্দ্রীয় দপ্তরে জমা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।
কুড়িগ্রাম জিয়া মঞ্চ জেলা আহবায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে আছেন মোঃ মাহমুদুল হাসান, যুগ্ম আহবায়ক ইমন মোঃ ইমরান, বিপ্লব সরকার, মাসুদ রানা বাবু, আলমগীর হোসেন, সেকেন্দার লিমন, ফরিদ হাসান, ইসলাম গণি মিঠু, রবিউল ইসলাম রাজু, লাল মিয়া, আলামিন বাবু ও মোঃ খোকন মিয়া। অন্যান্য সদস্যরা হলেন- রোকনুজ্জামান রোকন, মোস্তাফিজুর রহমান মিঠু, সাজেদুল ইসলাম সাজ্জাদ, সুজন আহমেদ, মুন্না হাসান, ফজলু, মাসুম খানসহ প্রমুখ।
জিয়া মঞ্চ কুড়িগ্রাম জেলা আহবায়ক কমিটি অনুমোদন করেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্যাহ ইকবাল।
জিয়া মঞ্চ কুড়িগ্রাম জেলার কমিটির আহবায়ক মোঃ আল আমিন বলেন, জিয়া মঞ্চ কুড়িগ্রাম জেলা আহবায়ক কমিটি প্রকাশ করায় উক্ত কমিটির নেতৃবৃন্দ- বিএনপির চেয়ারপার্সন, বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ, কুড়িগ্রামের বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সদস্য তাসভীর উল ইসলাম, রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক আব্দুল খালেক, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উল্ল্যাহ্ ইকবাল ভাই সহ সকলের প্রতি কুড়িগ্রাম জেলা জিয়া মঞ্চ আহবায়ক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামীতে দেশ ও দলের স্বার্থে নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত আছি বলে জানান তিনি।
Leave a Reply