বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, “রৌমারী থেকে ছেড়ে আসা নাবিল পরিবহন নামক বাসে মাদক পরিবহনের খবর পেয়ে পুলিশ আগে থেকেই বকশীগঞ্জের বটতলা চৌরাস্তা মোড়ে অবস্থান নেয়। সকাল সাড়ে ১০টার দিকে বাসটি সেখানে পৌঁছালে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় আবু হাসেম নামের এক যাত্রীর ব্যাগ থেকে ৩ কেজি ৮শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।”
আটককৃত আবু হাসেমের বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার আলগাচর গ্রামে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক বহনের কথা স্বীকার করেছে বলে জানা গেছে। এ ঘটনার পর তার বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত আবু হাসেমকে আইনি প্রক্রিয়া শেষে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
বকশীগঞ্জ থানার এই সফল অভিযান মাদক রোধে পুলিশের তৎপরতা ও দায়িত্বশীলতার প্রমাণ, যা মাদক ব্যবসায়ীদের জন্য কঠোর সতর্কবার্তা। মাদকমুক্ত সমাজ গড়তে এমন অভিযান জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply