আমির ফয়সাল ,ভুরুঙ্গামারী প্রতিনিধি:
মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি ( CNB) এর সার্বিক সহযোগিতায় ও ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থার আয়োজনে বৃক্ষরোপন করা হয়।
১.ভূরুঙ্গামারী থানা ২. ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থা ৩. ভূরুঙ্গামারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা
৪.ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা ৫.দেওয়ানের খামার বাইতুল আমান জামে মসজিদ।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনাব মো: মনিরুল ইসলাম ,অফিসার ইনচার্জ ভূরুঙ্গামারী থানা।
এ এস খোকন, সহকারী শিক্ষক ভূরুঙ্গামারী মহিলা মাদ্রাসা ও ভূরুঙ্গামারী কুড়িগ্রাম প্রতিনিধি।মো:হাবিবুর রহমান সভাপতি বাইতুল আমান জামে মসজিদ। মোঃ খাইরুজ্জামান সুজন কোষাধ্যক্ষ বাইতুল আমান জামে মসজিদ।
মোছাঃ Ff জেসমিন আক্তার CNB, মোঃ আরিফ হোসেন উপজেলা যুব প্ল্যাটফর্ম ভূরুঙ্গামারী। মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থা ও সাংগঠনিক সম্পাদক উপজেলা যুব প্ল্যাটফর্ম ভূরুঙ্গামারী সহ যুব সংগঠনের সকল সদস্য।
গাছের ধরনঃ ১. লিচু গাছ ২. আম গাছ ৩. বকুল গাছ ৪. নিম গাছ
Leave a Reply