আগামী বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মহিউদ্দিন মুজাহিদ মাহি ও দৈনিক জনকণ্ঠের মোতাহের হোসেন।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্রের (টিএসসি) ডুজা কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেলে প্রধান নির্বাচন কমিশনার রিয়াদুল করিম এ ফলাফল ঘোষণা করেন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সাইদুর রহমান ও মাহবুব রনি।
নবনির্বাচিতরা আগামী এক বছরের মেয়াদে তাদের পদে দায়িত্ব পালন করবেন। সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও অন্যান্য পদাধিকারী নির্বাচিত হন। সহ-সভাপতি পদে নিউ নেশনের মো. মনিরুজ্জামান এবং যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের মাহাদী হাসান। ডেইলি অবজারভারের তাওসিফুল ইসলাম ও কালবেলার জাফর আলীকে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন প্রতিদিনের সংবাদের মো. শোয়াইব আহমেদ। ডুজার পরবর্তী কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন কালের কণ্ঠের মানজুর হোছাঈন মাহি, ভোরের কাগজের রাফিউজ্জামান লাবীব এবং আলোকিত বাংলাদেশের লিটন ইসলাম।
Leave a Reply