অনলাইন ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সোমবার (১১ নভেম্বর) বিকেলে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করেছে। তারা অভিযোগ করেন, এই নিয়োগ প্রক্রিয়া ছাত্র-জনতার অংশীদারিত্ববিহীন এবং আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত লোকদের নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে।
শিক্ষার্থীরা বলেন, এনজিও ও চট্টগ্রাম অঞ্চলের প্রাধান্য দেখে উপদেষ্টা নিয়োগের বিষয়টি বৈষম্যমূলক। তারা দাবি করেন, উপদেষ্টা পরিষদে যোগ্য এবং বৈষম্যহীন ব্যক্তিদের নিয়োগ দেওয়া উচিত।
বিক্ষোভকারীরা বলেছেন, জুলাই বিপ্লবের চেতনা কখনোই ভুলে যাওয়া যাবে না এবং তারা সতর্ক অবস্থায় আন্দোলন চালিয়ে যাবেন। তাদের ভাষায়, অভুত্থানের ফল নিশ্চিত করতে তীব্র নজরদারি অব্যাহত থাকবে।
Leave a Reply