অনলাইন ডেস্ক:
শেরপুরে কলেজছাত্র সুমন মিয়াকে (১৭) অপহরণের অভিযোগে এক কলেজছাত্রী এবং তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে সাতদিন ধরে নিখোঁজ থাকা সুমনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
সুমন শেরপুর পৌরসভার কসবা বারাকপাড়া এলাকার কৃষক মো. নজরুল ইসলামের ছেলে এবং শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, ৪ নভেম্বর সন্ধ্যায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে সুমন নিখোঁজ হন। তার পরদিন, সদর থানার পুলিশ একটি মেয়ে (১৭) এবং তার বাবা মো. নজরুল ইসলামকে অপহরণের অভিযোগে গ্রেফতার করে। সুমনের বাবা নজরুল ইসলামের দায়ের করা অভিযোগে তিনজনের নাম এবং আরও দুই থেকে তিনজন অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই কলেজছাত্রী এবং তার সহযোগী যুবকরা সুমনকে অপহরণ করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম সোমবার সকালে স্থানীয় একটি গণমাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বাবা-মেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সুমনকে উদ্ধারের জন্য অভিযান চলছে।
Leave a Reply