1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
তেঁতুলিয়া থেকে টেকনাফ “মার্চ ফর হিউম্যানিটি” শুরু করলেন হানিফ বাংলাদেশী গণশুনানিতে তিস্তা পারের মানুষ: আমরা দল-নেতা বুঝি না, প্রকল্পের বাস্তবায়ন চাই তিস্তা নদী নিয়ে গনশুনানী শেষে রিজওয়ানা হাসান : ডিসেম্বর মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে ডাকাতির সময় এগিয়ে না আসায় এএসআইসহ তিন পুলিশ অবরুদ্ধ, ‘ভুল বোঝাবুঝি’ বলছেন ওসি হামজাকে নিয়ে দল ঘোষণা বাংলাদেশের, আছেন সাকিব রৌমারীতে আওয়ামী লীগ নেতা মোগল গ্রেফতার কচুরিপানা: সমস্যা থেকে সম্পদ উলিপুরে রঙ্গিন ফুলকপিতে বাজিমাত কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ পরিদর্শনে অতিরিক্ত সচিব মামুনুল আলম যুক্তরাষ্ট্র ছাড়াও আর কোন কোন দেশ জন্মসূত্রে নাগরিকত্ব দেয়?

বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী মুদ্রা

  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: 

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৯৫টি দেশে বর্তমানে ১৮০টি মুদ্রা ব্যবহৃত হচ্ছে।

একটি মুদ্রার শক্তি নির্ভর করে মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রাবাজারে সেটির চাহিদা, সরবরাহ পরিস্থিতি এবং সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার মতো বিভিন্ন বিষয়ের ওপর।

মুদ্রাশক্তি বলতে একটি মুদ্রার ক্রয়ক্ষমতাকে বোঝানো হয়। একক পরিমাণ জাতীয় মুদ্রা দিয়ে যত পণ্য ও সেবা কেনা যায় এবং বিনিময়ে যে পরিমাণ বিদেশি মুদ্রা পাওয়া যায়, তার তুলনা করে এটি হিসাব করা হয়।

মুদ্রা সবসময় জোড়ায় বিনিময় হয়; যেমন, ভারতীয় রুপির বিপরীতে মার্কিন ডলার কেনা। তাই একটি দেশের মুদ্রার মূল্য বিদেশি মুদ্রার সাথে তুলনা করে নির্ধারিত হয়। এটি বিনিময় হার নামে পরিচিত।

এই বিনিময় হারই নির্ধারণ করে, বিদেশি মুদ্রায় পণ্য ও সেবার খরচ কেমন হবে। উদাহরণস্বরূপ, পাউন্ডের বিনিময় হার ডলারের তুলনায় দুর্বল হলে, যুক্তরাষ্ট্রে ভ্রমণ করা পাউন্ড ব্যবহারকারীদের জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠবে।

বিশ্বের শক্তিশালী ১০টি মুদ্রা

১. কুয়েতি দিনার (কেডাব্লিউডি)

ছবি: সংগৃহীত

বেশিরভাগ মানুষ মার্কিন ডলারকে সবচেয়ে শক্তিশালী মুদ্রা মনে করলেও, কুয়েতি দিনার সেই স্থান দখল করে আছে।

১৯৬০-এর দশকে চালু হওয়া কুয়েতি দিনার বিশ্বজুড়ে তেলের রপ্তানির কারণে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার অবস্থান অর্জন করেছে।

২. বাহরাইনি দিনার (বিএইচডি)

ছবি: সংগৃহীত

বিশ্বের প্রধান তেল রপ্তানিকারক দেশ হিসেবে উপসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক সুবিধা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি।

বিশ্বের শক্তিশালী মুদ্রার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাহরাইনি দিনার। বাহরাইনি দিনারের মূল্য মার্কিন ডলারের সঙ্গে নির্ধারিত হয়।

৩. ওমানি রিয়াল (ওএমআর)

ছবি: সংগৃহীত

সরকারি মুদ্রা হিসেবে ভারতীয় রুপি ত্যাগ করার পর, ওমান সরকারি মুদ্রা হিসেবে ওমানি রিয়াল চালু করে। এটি মূলত অন্যান্য উপসাগরীয় দেশের মতোই, তেল রপ্তানি থেকে শক্তি অর্জন করে।

১৯৭০-এর দশকে চালু হওয়া এই মুদ্রার মূল্য মার্কিন ডলারের সঙ্গে নির্ধারিত হয়।

৪. জর্ডানিয়ান দিনার (জেওডি)

ছবি: সংগৃহীত

বিশ্বের শক্তিশালী মুদ্রাগুলোর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে জর্ডানের দিনার।

১৯৫০ সালে এটি প্যালেস্টাইন পাউন্ডের পরিবর্তে চালু করা হয়। এর মূল্য মার্কিন ডলারের সঙ্গে নির্ধারিত।

নির্দিষ্ট বিনিময় হার, বৈচিত্র্যময় অর্থনীতি এবং গ্যাস ও তেল রপ্তানি সত্ত্বেও ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ঋণের বৃদ্ধি এই মুদ্রাকে বৈদেশিক মুদ্রা বাজারে
শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে।

৫. জিব্রালটার পাউন্ড (জিআইপি)

ছবি: সংগৃহীত

১৯২০-এর দশকে ব্রিটিশ সাম্রাজ্য থেকে এটি সরকারি মুদ্রা হিসেবে চালু করা হয়। বর্তমানে বিশ্বের শক্তিশালী মুদ্রাগুলোর মধ্যে জিব্রালটার পাউন্ড পঞ্চম স্থানে রয়েছে।

ব্রিটিশ পাউন্ড স্টার্লিংয সমমূল্যের এই মুদ্রাটি পর্যটন এবং ই-গেমিং খাতের ওপর নির্ভরশীল।

৬. ব্রিটিশ পাউন্ড (জিবিপি)

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাংক ব্রিটেনকে জিডিপি অনুযায়ী ষষ্ঠ বৃহত্তম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

বৈশ্বিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে লন্ডনের অবস্থান এবং ব্রিটেনের লাভজনক বাণিজ্য কার্যক্রমের ফলে ব্রিটিশ পাউন্ড একটি শক্তিশালী অবস্থান লাভ করেছে। এটি বৈদেশিক মুদ্রা বাজারে ভাসমান মুদ্রা হিসেবে স্বীকৃত।

৭. কেম্যান দ্বীপপুঞ্জের ডলার (কেওয়াইডি)

ছবি: সংগৃহীত

ক্যারিবীয় অঞ্চলে অবস্থিত ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত কেম্যান দ্বীপপুঞ্জ একটি উপকূলীয় আর্থিক কেন্দ্র হিসেবে পরিচিত।

১৯৭০-এর দশকে কেম্যান দ্বীপপুঞ্জের ডলার চালু হয় এবং এটির মূল্য মার্কিন ডলারের সঙ্গে নির্ধারিত।

৮. সুইস ফ্রাঙ্ক (সিএইচএফ)

ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ড এবং লিচেনস্টাইনের সরকারি মুদ্রা সুইস ফ্রাঙ্ক বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার তালিকায় অষ্টম স্থানে রয়েছে।

অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে স্থিতিশীল সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম ধনী দেশ হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।

সুইস ফ্রাঙ্ক-এর মূল্য আগে ইউরোর সঙ্গে নির্ধারিত হতো। কিন্তু পরে এটি মুদ্রা বাজারে ভাসমান মুদ্রা হিসেবে স্বীকৃতি পায়।

৯. ইউরো (ইইউআর)

ছবি: সংগৃহীত

ইউরোজোনের সরকারি মুদ্রা ইউরো বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ১৯টি সদস্য দেশের মধ্যে ব্যবহৃত হয়। ইউরো বিশ্বের শক্তিশালী মুদ্রার তালিকায় নবম স্থানে রয়েছে।

এটি মুদ্রা বাজারে ভাসমান মুদ্রা হিসেবে স্বীকৃতি। এটি মার্কিন ডলারের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সঞ্চিত মুদ্রা এবং দ্বিতীয় সর্বাধিক লেনদেন হওয়া মুদ্রা।

১০. ইউএস ডলার (ইউএসডি)

ছবি: রয়টার্স

ইউএস ডলার বিশ্বের সবচেয়ে বেশি লেনদেন হওয়া এবং সবচেয়ে বড় পরিমাণে সঞ্চিত মুদ্রা। এটি মার্কিন যুক্তরাষ্ট্রসহ এর অঞ্চল এবং পুয়ের্তো রিকো, জিম্বাবুয়ে, ইকুয়েডরসহ অন্যান্য সার্বভৌম দেশগুলোতে আইনগতভাবে স্বীকৃত।

তেল, সোনা, তামাসহ আরও বিভিন্ন পণ্যের মূল্য নির্ধারণে ইউএস ডলার বা মার্কিন ডলার ব্যবহৃত হয়।

মার্কিন ডলারের আর্থিক শক্তির কারণে, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় জিডিপির দেশ হিসেবে পরিচিত।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর

Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!