আমিনুল ইসলাম,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে আছিয়া খাতুন (৭)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাত ৯ টায় ফুলবাড়ী- বড়বাড়ী সড়কের লালমনিরহাট সদরের টিকটিকিরহাটে এ ঘটনা ঘটে। শিশুটি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ী গ্রামের আমরুল হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার জানায়,রাতে শিশুটি মায়ের সঙ্গে বড়বাড়ী এলাকায় বড় বোনের বাড়ী থেকে অটোরিকশা যোগে নিজ বাড়িতে ফিরছিলেন।টিকটিকিরহাট বাজার মোড়ে অন্য একটি অটোরিকশাকে সাইড দিতে গেলে শিশুটি তার মায়ের কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় । পরে তাকে দ্রুত ফুলবাড়ী হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর কর্ত্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
উপজেলার ভাঙ্গা মোড় ইউনিয়নের খোচাবাড়ী ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল মালেক সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফুলবাড়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
Leave a Reply