1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
পাবিপ্রবির শিক্ষার্থীদের বিক্ষোভ: ‘লগি-বৈঠার পুনরাবৃত্তি হতে দেবো না পরিচ্ছন্ন শহর নির্মাণের শপথ নিয়েছে বিডি ক্লিন- কুড়িগ্রাম জেলা জবিতে সংঘর্ষের ঘটনায় মানবাধিকার সংগঠনের নিন্দা ও উদ্বেগ মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ কুড়িগ্রামে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফট বিতরণ ও গণ সংযোগ  এসএসসি তে জিপিএ-৫ পেয়েও যেনো স্বপ্ন ঝরে যাবে মেধাবী রুশনি আক্তারের বিশ্ব জনসংখ্যা দিবস আজ প্রধানমন্ত্রীকে ‘স্যার’ ডাকার নিয়ম বাতিল করল উপদেষ্টা পরিষদ আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ দ্রোহ, প্রেম, প্রকৃতি ও প্রার্থনার কবির প্রতি শ্রদ্ধা বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ খুলছে খেয়ালখুশিমতো, সেবাবঞ্চিত এলাকাবাসী

টেসলার স্মার্টফোন: গুজব না সত্যি?

  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টপিক ইলন মাস্ক। তবে এবার তার কোনো প্রতিষ্ঠানের বড় কীর্তির জন্য নয় বরং আমেরিকায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের কারণে তিনি আলোচনায় এসেছেন। কারণ, মাস্ক শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছিলেন এবং শেষ পর্যন্ত তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

আরও একটি কারণে সোশ্যাল মিডিয়ায় ঘুরেফিরে মাস্কের নাম আসছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে অনেক ব্যবহারকারী দাবি করেছেন যে মাস্ক একটি স্মার্টফোন চালু করতে যাচ্ছেন এই বছরের শেষে। এই ফোনটি সূর্যের আলোতে চার্জ করা যাবে। পাশাপাশি সিম ছাড়া এই স্মার্টফোনে ইন্টারনেটও কাজ করবে। এমনটা হলে অনেক হিসাব বদলে যাবে। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ টেসলার ফোন কিনবে।

tesla2

কিন্তু প্রশ্ন উঠেছে, মাস্কের ফোন লঞ্চিং এর এই তথ্য কি আদৌ সত্য? নাকি স্রেফ গুজব? চলুন জেনে নিই বিস্তারিত-

কেউ কেউ বলছেন, টেসলার প্রথম স্মার্টফোনটিতে নিউরালিংক নামক মস্তিষ্ক-কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তিও অন্তর্ভুক্ত থাকতে পারে, যা মস্তিষ্কের সঙ্গে সরাসরি যোগাযোগের অনুমতি দেবে। মাস্কের নিউরালিংক এই ধরনের নিউরন ইমপ্লান্ট নিয়ে কাজ করছে, যার মাধ্যমে ব্যবহারকারীদের চিন্তাভাবনা ফোন নিয়ন্ত্রণ করতে পারবে। যদিও নিউরালিংকের সমস্ত প্রযুক্তি প্রাথমিক স্তরে রয়েছে।

বলা হচ্ছে, ইলন মাস্ক ২০২৪ সালের শেষের দিকে টেসলা পাই মোবাইল ফোন লঞ্চ করছেন, এই মোবাইলে দুটি অনন্য বৈশিষ্ট্য রয়েছে যা আজ পর্যন্ত কোনো মোবাইল ফোন কোম্পানি আনতে পারেনি। বৈশিষ্ট্য হলো- এই মোবাইলটির চার্জিংয়ের প্রয়োজন হবে না। এটি সূর্যের আলোতে অটোমেটিক চার্জ হয়ে যাবে। আর ফোনটিতে সিম ছাড়াও ইন্টারনেট ব্যবহার করা যাবে।

তবে বর্তমানে টেসলার স্মার্টফোন নিয়ে ইলন মাস্ক বা তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ঘোষণা করা হয়নি। ইলন মাস্ক নিজেই অন্তত দু’বার জানিয়েছেন খবরটি সত্য নয়। চলতি বছরের জুন মাসে একটি লাইভস্ট্রিমিংয়ে টেসলা সিইও জানিয়েছিলেন, টেসলা ফোন আনার কোনো পরিকল্পনা তাদের নেই। ফলে তাই বলা যায়, টেসলার ‘পাই’ ফোন সম্পর্কিত খবরটি গুজব।

tesla4

এর আগে ২০২৩ সালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বের টুইটার) কিনে নেওয়ার পর মাস্ক বিকল্প একটি ফোন (অলটারনেটিভ ফোন) নিয়ে আসার কথা জানান। মূলত তার সদ্য কেনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি অ্যাপস্টোর প্রতিবন্ধকতার সম্মুখীন হলে তবেই এমন একটি বিকল্প ফোন নিয়ে আসার কথা বলেন মাস্ক। পরবর্তীতে টেসলা ফোন আনার বিষয়টিকে নাকচ করে দেন তিনি।

তবে কি টেসলা ফোনের পুরোটাই গুজব? মরগ্যান স্ট্যানলি’র বিশ্লেষকরা বলছেন, টেসলার ‘কার ইকোসিস্টেমের’ বর্ধিত এক অংশ হিসেবে টেসলা ব্র্যান্ডের স্মার্টফোন নিয়ে আসার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। বিশেষত এআই প্রযুক্তির ইন্টিগ্রেশনে টেসলা ফোন বেশ কার্যকর একটি টুল হতে পারে প্রতিষ্ঠানটির উন্নত বৈদ্যুতিক গাড়ির জন্য।

tesla3

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!