আমিনুল ইসলাম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩০ বোতল ফেনসিডিল ও ২০০ বোতল ইস্কাফ(ফেনসিডিলের বিকল্প )উদ্ধার করেছে পুলিশ।এসময় মাদক পরিবহন ও ব্যবসার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে মাহাবুর হোসেন মহুবর (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্ৰেপ্তার করেছে। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল গ্রামের বাচ্চা মিয়ার (বিষাদু) গ্রেপ্তার করা হয়।গ্ৰেপ্তার ওই ব্যবসায়ীকে রবিবার (১০ নভেম্বর) দুপুর আড়াইটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠায়। রোববার (১০ নভেম্বর )সকাল ৬টার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকার মমিনুলের বাড়ির সামনের রাস্তায় ওঁৎ পেতে থাকে। ওই রাস্তা দিয়ে বাইসাইকেল যোগে বস্তা ভর্তি মাদক নিয়ে যাওয়ার সময় পুলিশ ওই ব্যবসায়ীকে থামার সংকেত দেয়। এসময় মাদকসহ সাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাকে আটক করতে সমর্থ হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন জানান,দুপুরে ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply