এনামুল হক সরকার,রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:
রাজারহাট স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস অবরোধ করে রাজারহাটে সর্বস্তরের মানুষজন।
শনিবার সকাল ৮টা ২০ মিনিটি ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রাজারহাট স্টেশনে অবরোধ করে বিক্ষুব্ধ লোকজন। রাজারহাটের সম্মিলিত ছাত্র জনাতার ব্যানারে এই অবরোধ কর্মসূচি পালিত হয়।এসময় ট্রেনটিকে প্রায় সাড়ে তিনঘণ্টা আটকিয়ে রাখা হয়।পরে রেলকর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জেলা প্রশাসক এবং সেনাবাহিনীর মধ্যস্থতায় অবরোধ কর্মসূচির সমাপ্তি হয়। আগামী একমাসের মধ্যে টিকেটসহ যাত্রাবিরতির প্রস্তাব রেলভবনের মিটিং এ উঠবে বলে জানান কুড়িগ্রামের জেলা প্রশাসক।
অবরোধ কর্মসূচি চলাকালে সংগঠকদের মধ্যে বক্তব্য রাখেন রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ, সদস্য একেএম মোস্তফা জামান লেলিন, রাজারহাট উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফুল ইসলামসহ আরও অনেকে।
Leave a Reply