আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে গাজায় চলমান যুদ্ধ বন্ধ করার জন্য কাজ করার অঙ্গীকার করেছেন।
ফিলিস্তিন প্রেসিডেন্টের কার্যালয় থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে, যা টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এই সপ্তাহে, ট্রাম্প কমলা হ্যারিসকে পরাজিত করে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন। আব্বাস ট্রাম্পকে অভিনন্দন জানান এবং তার দ্বিতীয় মেয়াদে সফলতা কামনা করেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিশেষ করে গাজা, ইসরাইল-হামাস এবং লেবাননে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ করার ব্যাপারে। তবে তিনি কিভাবে এসব যুদ্ধ বন্ধ করবেন, সে বিষয়ে কোন স্পষ্ট পদক্ষেপ উল্লেখ করেননি।
উল্লেখযোগ্য যে, গত ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় হামলা চালিয়ে আসছে, যা এক বছরেরও বেশি সময় ধরে চলমান। এতে ৪৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখেরও বেশি আহত হয়েছেন। গাজার প্রায় ৮০ শতাংশ স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এছাড়া, হামাসের মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের আক্রমণ লেবানন পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
Leave a Reply