1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
‘চোকার’ তকমা ঘুচিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা, লর্ডসে প্রথম আইসিসি শিরোপা জয় কাল থেকে সারাদেশে ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা ইরান-ইসরায়েল সংঘাত দীর্ঘস্থায়ী হতে পারে, যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার আশঙ্কা: বিশ্লেষক আকবরজাদেহ কুড়িগ্রামে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে ফেনসিডিলসহ আটক ২ মাদক কারবারি চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে কুড়িগ্রামের একই পরিবারের ৬ জনকে ফিরিয়ে দিলো বিএসএফ চিলমারীতে ২৫ বছর আগের দাফনকৃত লাশ অক্ষত অবস্থায় উদ্ধার, জনমনে বিস্ময় রৌমারীতে দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৩, আহত দেড় শতাধিক ইরানের যত পারমাণবিক স্থাপনা ‘ওয়ান ব্লাড নেটওয়ার্ক’ চালু করছে সরকার: রক্ত খোঁজার ভোগান্তি কমবে

৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

শুক্রবার (৮ নভেম্বর) কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় আল-ফারুক ট্রাস্ট মিলনায়তনে জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমিরের শপথগ্রহণ ও সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

মতিউর রহমান আকন্দ জানান, “জামায়াতে ইসলামী ৩০০ আসনে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এখন জোট হবে কি না, এ নিয়ে চিন্তা করার দরকার নেই। আমরা যদি দেখি জোটবদ্ধ নির্বাচনে ইসলামী আন্দোলনের উপকার হবে, তাহলে জোটে যাবো, না হলে যাবো না। ইসলামের আদর্শকে জলাঞ্জলি দিয়ে দুনিয়ার স্বার্থের জন্য জামায়াতে ইসলাম কোনো কাজ করবে না ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী একটি শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জামায়াত যদি আরেকটু সময় পায়, বাংলাদেশের এমন কোনো গ্রাম থাকবে না, যেখানে জামায়াতের সংগঠন না থাকবে।”

অনেকেই এটার জন্য ভয় পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “সব গ্রামে যদি জামায়াতের সংগঠন দাঁড়িয়ে যায়, তখন জামায়াত হয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে অপ্রতিরোধ্য সংগঠন।”

বাংলাদেশের মানুষ আগামী দিনে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে মোকাবিলার একমাত্র শক্তি হিসেবে জামায়াতে ইসলামীকেই বেছে নেবে বলে মন্তব্য করেন আকন্দ।

তিনি আরও বলেন, “বিএনপি ভেবেছিল ভারত হয়তো তাদেরকে ক্ষমতায় বসাবে, কিন্তু তারা এখন কিছুটা হতাশ। ভারত, চীন, আমেরিকা—তিনজনকে খুশি রাখা মুশকিল।”

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য মাওলানা এনামুল হক, সাবেক জেলা আমির মাওলানা তৈয়বুজ্জামান, জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক প্রমুখ। জেলা আমিরের শপথ ও মজলিসে শূরা সদস্য নির্বাচনে জেলা থেকে ৬০০ নারী-পুরুষ সদস্য (রুকন) উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!