মিজানুর রহমান মিজান, (চিলমারী, কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রামের চিলমারীতে ছাত্রদল ও মহিলা দলের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক জিহাদ ফেরদৌস চমকের নেতৃত্বে চিলমারী সরকারি কলেজ মাঠ থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক ঘুরে চিলমারী সরকারী কলেজে এসে শেষ হয়। পরে কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রানা মিয়া, দিপু, প্রিন্স, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাদের, শাহিন মিয়া, মামুন মিয়া, সাবেক ছাত্র নেতা রমজান আলী, সোহেল, আব্দুল প্রমুখ উপস্থিত ছিলেন।
একই সময় উপজেলার শান্তিনগর এলাকা থেকে উপজেলা মহিলা দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক চায়না বেগমের নেতৃত্বে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়। পরে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
Leave a Reply