আমিনুল ইসলাম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে বিউটি বেগম (৪১) নামের এক নারী মাদক ব্যবসায়ীর জেল জরিমানা করেছে। তিনি ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের জহুরুল হকের স্ত্রী।
পুলিশ জানায়, উপজেলার সদর ইউনিয়নের ফুলসাগর লেক এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রয়ের সময় পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে সকাল ৫টায় এ ঘটনা ঘটে।পরে তাকে উপজেলা নিবার্হী কর্মকর্তার (ইউএনও )কার্যালয়ে উপস্থিত করা হলে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা আদায় শেষে পুলিশ সন্ধ্যায় কুড়িগ্রাম কারাগারে পাঠিয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারী মাদক ব্যবসায়ীকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply