1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :

ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন নবী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: 

আফগানিস্তান ক্রিকেটের সেরা ক্রিকেটারদের একজন মোহাম্মদ নবী। ২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে একদিনের ক্রিকেটে তার অভিষেক হয়। এরপর থেকে দেশের ক্রিকেটের অনেক উত্থান–পতনের সাক্ষী হয়েছেন তিনি। একই সঙ্গে নিজেকে নিয়ে গিয়েছেন কিংবদন্তির পর্যায়ে। এদিকে সময় গড়ানোর সঙ্গে বয়সও বেড়েছে নবীর, এবার তাই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলছেন আফগানদের এই তারকা ক্রিকেটার।

আগামী বছরের শুরুতেই অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এ টুর্নামেন্ট চলার সময় নবীর বয়স পেরিয়ে যাবে ৪০। আসন্ন এ আইসিসি ইভেন্ট দিয়েই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলবেন নবী।

গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) একটি ভিডিও প্রকাশ করেছে যাতে নবী নিজেই জানিয়েছেন অবসরের কথা। পরে ক্রিকবাজে প্রকাশিত এক প্রতিবেদনেও বিষয়টি জানিয়েছেন এসিবির প্রধান নির্বাহী নসিব খান।

আফগানিস্তানের জার্সিতে ১৫ বছরের ওয়ানডে ক্যারিয়ারে নবী খেলেছেন ১৬৫ ম্যাচ, ৩৫৪৯ রান করার পাশপাশি বল হাতে নিয়েছেন ১৭১ উইকেট। একদিনের ক্রিকেটে আফগানিস্তানের হয়ে সবথেকে বেশি রান সংগ্রাহকের তালিকায় নবী আছেন দুইয়ে, সবথেকে বেশি উইকেট শিকারি বোলারদের তালিকাতেও তিনি দুইয়ে আছেন।

নবীর অবসর নেয়ার বিষয়ে ক্রিকবাজকে এসিবির প্রধান নির্বাহি বলেন, ‘হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফির পর নবী ওয়ানডে থেকে অবসরে যাচ্ছে। বোর্ডকে সে তার ইচ্ছার কথা জানিয়েছে। আমাকেও কয়েক মাস আগে জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির পর সে তার ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চায়। আমরা ওরা সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

নবী টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আরও আগে, ২০১৯ সালে। তার শেষ টেস্ট ছিল বাংলাদেশের বিপক্ষে, চট্টগ্রামে সেই ম্যাচে জয় পেয়েছিল আফগানিস্তান। তবে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন বলেই জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!