ইকোনমিক ডেস্ক:
বেসরকারি খাতের বিনিয়োগকে সহজতর করা এবং লিঙ্গ সমতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার নতুন উদ্যোগ হিসেবে ‘অরেঞ্জ বন্ড’ চালু করতে যাচ্ছে।
বিশ্বের অনেক দেশে এই ধরনের বন্ড ব্যবহৃত হলেও বাংলাদেশে এটি প্রথমবারের মতো আসছে। বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন উদ্যোগের মাধ্যমে এক বিলিয়ন পর্যন্ত টেকসই বন্ড ইস্যু করে লিঙ্গ সমতা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে অরেঞ্জ বন্ড।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) হোটেল সোনারগাঁওয়ে “রিবিল্ডিং এন ইনক্লুসিভ বাংলাদেশ উইথ অরেঞ্জ বন্ড” শীর্ষক পরামর্শ সভায় অরেঞ্জ বন্ড চালুর বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জের (আইআইএক্স) কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “অরেঞ্জ বন্ড বাংলাদেশ ২.০ এর সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই উন্নয়নে একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের স্বপ্ন দেখছে। এটি গার্মেন্টস, সবুজ অবকাঠামো ও কৃষির মতো খাতে এক বিলিয়ন বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করবে।”
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রশমন ও অভিযোজন উভয় দিকেই গুরুত্ব দিতে হবে। বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিভিন্ন উৎস থেকে জলবায়ু তহবিল সংগ্রহ করতে হবে, যেখানে বেসরকারি খাতের অংশগ্রহণ ও কার্বন ট্রেডিংয়ের মতো উপায়ও অন্তর্ভুক্ত থাকবে।”
এ সভায় সরকার, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও বেসরকারি খাতের প্রধান প্রতিনিধিরা অংশ নেন। তারা মনে করেন, অরেঞ্জ বন্ড লিঙ্গ সমতা, জলবায়ু স্থিতিস্থাপকতা বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করবে।
Leave a Reply