দুপুরে দাদামোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. আব্দুল আজিজের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে একটি র্যালি শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ দোয়েল চত্বরে সমাবেশে সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যুবদল সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদসহ অন্যান্যরা।
অন্যদিকে দুপুরের পর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ দোয়েল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সাবেক সদস্য আজিজুল হকের সঞ্চালনায় জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমানকে কারামুক্ত করে আলোয় বের করে নিয়ে আসা হয়। বন্দীদশা থেকে মুক্ত হয়ে ক্রমান্বয়ে তিনি হয়ে ওঠেন দেশের মহান নেতা।
Leave a Reply