1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীতে নেওয়াশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুকুল গ্রেপ্তার চিলমারী-রাজিবপুর নৌপথে দিনেদুপুরে আবারও দুটি নৌকায় ডাকাতি কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত রৌমারীতে ১০ কেজি গাঁজাসহ কারবারি আটক প্রতিবছর পালন করা হবে আবু সাঈদ দিবস: বেরোবি উপাচার্য টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ারে ইলন মাস্ক! চাকরি ফিরে পাচ্ছেন আ.লীগের আমলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশ সদস্য নাগেশ্বরীতে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে গণ নাটক অনুষ্ঠিত তিস্তা নিয়ে গণশুনানি আজ; থাকছেন উপদেষ্টা আসিফ ৮০ শতাংশ মানুষ মনে করেন দেশের জনপ্রশাসন ব্যবস্থা জনবান্ধব নয়: জরিপ

রাজারহাটে ডিপিএসের টাকা ফেরত পেতে অভিযোগ আমানতকারীর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২১ বার পড়া হয়েছে

এনামুল হক সরকার ,রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে উজ্জ্বল ভবিষ্যতে জন্য তিলতিল করে জমানো ডিপিএসের সমূদয় টাকা ফেরত পেতে অভিযোগ আমানতকারীর।আমানতকারীদের গচ্ছিত লক্ষ লক্ষ টাকা আত্মসাত করতে সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক কৌশলে দু’জনই দুজনের বিরুদ্ধে তুলেছেন টাকা আত্মসাতের পাল্টাপাল্টি অভিযোগ।

অপরদিকে ডিপিএসের মেয়াদপূর্তি ৪মাস পড়েও সমুদায় টাকা না পেয়ে কুড়ারপাড় আদর্শ বণিক সমবায় সমিতির সভাপতি মো: বাদল মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল মালেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন আমানতকারী জামাল উদ্দিন।কুড়ারপাড় আদর্শ বণিক সমবায় সমিতি লিমিটেড কার্যালয়টি উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের খিতাব গ্রামের কুড়ারপাড় বাজারে অবস্থিত।অভিযোগকারি জামাল উদ্দিন(৬৪) বলেন,আমি আমার ছেলে রুবেল হোসেনের নামে ৫বছর মেয়াদি একটি ডিপিএসের মেয়াদপূর্তির পড়ে বইটি সমিতির কার্যালয়ে জমা করি।ডিপিএস বইটি জমা করার ৪ মাস অতিক্রম হলেও সভাপতি সম্পাদক আমার ৫২ হাজার টাকা ফেরত না দিয়ে টালবাহানা শুরু করে।পরে আমি রাজারহাট থানায় অভিযোগ করি।সেখানে সমাধান না হওয়ায় সেনাবাহিনীর কাছে অভিযোগ দেই এবং সর্বশেষ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা বরাবর অভিযোগ করি।

একই ঘটনার শিকার সমিতির আর এক সদস্য চেতনা গ্রামের বাসিন্দা রাজু আহমেদ জানান আমার পরিবারের তিন সদস্যের নামে দুটি দৈনিক ১শত টাকা ও মাসিক ১৫শ টাকা দুইবছর মেয়াদি ডিপিএস করি।তারমধ্যে একটি বইয়ের মেয়াদপূর্ণ হয়েছে।অপরদুটি বইয়ে জমা চলমান ছিলো।তিন বইয়ে ৬৬হাজার তিনশ টাকা জমা আছে।একটি বইয়ের উপরে ৪৫ হাজার টাকা ঋন দেয় সমিতি।এখন কিস্তি ও ডিপিএস এর সঞ্চয় নিতে মাঠকর্মী আসেনা।একই গ্রামের বাসিন্দা রইচ উদ্দিন বলেন আমি পাঁচ বছর মেয়াদি একটি ডিপিএস করি।তিনবছর পুর্ণ হয়েছে প্রায় ৮ থেকে মাঠকর্মী কিস্তি নিতে আসেনা।পরবর্তীতে আমি স্থানীয় জনপ্রতিনিধিসহ অফিসে যোগাযোগ করে বই জমা নিয়ে ১৭হাজার৭শত ৪০ টাকা ফেরত দিবার কথা বললেও এখন পর্যন্ত সঞ্চয় ফেরত পাইনি, সমিতির কার্যক্রম ও কার্যালয় বন্ধ এখন।আরেক সদস্য মজিদ মিয়া বলেন,আমি দুইবছর মেয়াদি ডিপিএস করি,আমার ১৪হাজার ৬শ টাকা জমা হয়েছে, বই জমা নিয়ে এখন টাকা ফেরত দিচ্ছেনা।কুড়ারপাড় বাজারে প্রবীণ ঔষধ বিক্রেতা ও পল্লী চিকিৎসক আব্দুল আজিজ বলেন,আমার নাতি ফরিদুল ইসলামের নামে ৫ বছর মেয়াদি দৈনিক ১শত টাকা জমা র জিপিএস করি।

সেই ডিপিএস পাস বইয়ে প্রায় ২৬মাস টাকা জমা করি।হঠাৎ করে মাঠকর্মী সঞ্চয় নিতে আসা বন্ধ করে, প্রায় ৪ মাস ধরে অফিস খুলছে না।যে এলাকায় ডিপিএসের মেয়াদপূর্তির সদস্য রয়েছে সেই এলাকায় কিস্তি নিচ্ছে সমিতির সাধারণ সম্পাদক মালেক।মেয়াদপূর্তির কয়টি বই জমা দিয়েছে সদস্য জানতে চাইলে কুড়ারপাড় আদর্শ বণিক সমবায় সমিতি লিমিটেড সভাপতি মো:বাদল মিয়া বলেন সেটি মালেক ভালো বলতে পারবে।আমি সভাপতি পদ থেকে ইস্তফা দেই।ওই সময় উপজেলা সমবায় অফিস থেকে প্রায় পাঁচ পুর্বে অডিটের কাগজ চেয়েছিলো,সেটা মুল্যায়ন না করায় আমি ইস্তফা দেই।এছাড়াও আমার একটা বইয়ের মেয়াদপূর্তির পড়ে সমিতি থেকে টাকা ফেরত পাবো।সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন,জামাল কোথায়!কোথায়! অভিযোগ করার শখ করুক।অফিস বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন অফিস খোলা হয়না,কালেকশন আমি করতেছি।সভাপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বলেন? তাহলে বাদল ভাইয়ের টাকাগুলা কে? দিবে।সে মাঠকর্মী মতিয়ারের কাছে যে টাকা গুলো নিয়েছে সেটি কে দিবে?।মাঠকর্মী মতিয়ার অনেক টাকা আটকায়।সেই টাকাগুলো রাতারাতি সভাপতি বাদল ও সহ-সভাপতি হুমায়ুন নিয়ে নেয়।তাদেরকে আমি বলছি তোমরায় যদি টাকা তুলি নেন তাহলে তাদের টাকা ফেরত দিবে কে?।বাদল আমার দুটি চেক আটকিয়ে রাখছে।জামাল চা আমার কাছে আসছিলো,আমি বলছি টাকা দিতে পারবোনা,তখন তিনি পাস বই চেয়েছেন তখন আমি বই ফেরত দেই।

তবে আমরাও ঋন গৃহীতার টাকা পাব,সেগুলো মাঠে রয়েছে বলে জানান সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালেক।এবিষয়ে রাজারহাট উপজেলা সমবায়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম রাসেল বলেন আমানতকারী ক্ষতিগ্রস্থ হলে থানায় অভিযোগ করতে বলেন।অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন জেলা অফিস রেজিষ্ট্রেশন দিয়ে থাকেন সেখানে কথা বলেন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর

Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!