নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ২০ পিস ইয়াবাসহ হারুন অর রশীদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা পুলিশ।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর, ২০২৪) উপজেলার কোদালকাটি ইউনিয়নের পাখিউড়ার রোহিঙ্গা পাড়া থেকে এক পুলিশি অভিযানে এ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত হারুন অর রশিদ (৩০) একই উপজেলার কোদালকাটি ইউনিয়নের চর সাজাই গ্রামের ওমর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে যুক্ত ছিলেন বলে জানা যায়।
এলাকাবাসী কুড়িগ্রাম সংবাদকে জানায়, নদী বিচ্ছিন্ন এলাকা হওয়ায় মাদক ও জুয়ার প্রকোপ দিনদিন বেড়েই চলছিল এলাকাজুড়ে। এলাকার যুব সমাজ এসব মাদক ব্যবসায়ীদের কবলে পড়ে মাদকাসক্ত হতে শুরু করে যা এলাকার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। হারুনসহ একটি দল রয়েছে যারা এসব মাদককারের সাথে যুক্ত।
তারা আরো বলেন, “রাজিবপুর থানায় বিভিন্ন মাধ্যমে এসব মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ করা হতো। রাজিবপুর থানা পুলিশ তাদের উপর আস্থার প্রতিদান দিয়েছে। আজ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। আশা করি দ্রুত এলাকা থেকে মাদক নির্মুল করতে পুলিশ বড় ভুমিকা রাখবে৷”
আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন কুড়িগ্রাম সংবাদকে বলেন, “মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। সূত্রের তথ্যের ভিত্তিতে হারুন নামে ঐ মাদক কারবারীকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, “আমাদের অভিযান চলতেই থাকবে। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল সকালে তাদের কুড়িগ্রামে চালান করে দেয়া হবে।”
Leave a Reply