ফরিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার পাখিউড়ায় অভিযান চালিয়ে নগদ অর্থসহ দুই জুয়াড়িকে গ্রেফতার করেছে রাজিবপুর থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার কোদালকাটি ইউনিয়নের পাখিউড়া বাজার সংলগ্ন বাঁশঝাড়ের নিচে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন কোদালকাটি ইউনিয়নের পাখিউড়া গ্রামের মৃত মোঃ নইমুদ্দিন মেম্বারের ছেলে আসমত আলী এবং কোমরভাঙ্গী গ্রামের কুরবান আলীর ছেলে মহর আলী।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ পাখিউড়া বাজারের এই এলাকায় মাদক সেবন,তাসসহ অন্যান্য জুয়া খেলার আসর বসছিল, যা স্থানীয় সমাজে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে তাস খেলার আসরে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে এক বান্ডিল তাস ও নগদ ৮১০ টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং আগামীকাল সকালে তাদেরকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে পাঠানো হবে।”
Leave a Reply